Health Tips for Women

মিলনের সময়ে কোন সমস্যা নিয়মিত অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে?

মহিলাদের একটি নির্দিষ্ট বয়সের পর যৌন জীবন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকতে স্ত্রীরোগ চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হয়। পাঁচটি কথা কখনও স্ত্রীরোগ চিকিৎসকের কাছে গোপন করবেন না।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১৩:৪৫
লাজলজ্জা ভুলে নিজের শরীরের সমস্যা অন্তত চিকিৎসকের কাছে খোলাখুলি ভাবে না বললে ফল ভুগতে হবে নিজেকেই।

লাজলজ্জা ভুলে নিজের শরীরের সমস্যা অন্তত চিকিৎসকের কাছে খোলাখুলি ভাবে না বললে ফল ভুগতে হবে নিজেকেই। প্রতীকী ছবি।

শারীরিক ও মানসিক সমস্যার পাশাপাশি আমাদের যৌন স্বাস্থ্য নিয়েও বেশ সচেতন থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়সের পর যৌনজীবন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকতে এক জন স্ত্রীরোগ চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হয়। অনেকে এমন আছেন, যাঁরা এই বিষয়ে চিকিৎসকের কাছে খোলাখুলি কথা বলতে খুব বেশি স্বচ্ছন্দ হন না। চিকিৎসকের কাছে গেলেও বেশ কিছু কথা গোপন করে যান। এতেই কিন্তু সমস্যা বাড়ে। শরীরে অজান্তেই বাসা বাঁধে জটিল রোগ ব্যাধি। জেনে নিন কোন পাঁচ কথা কোনও দিন স্ত্রীরোগ চিকিৎসকের কাছে গোপন করবেন না।

Advertisement

১) ঋতুস্রাবের সময়ে পেটে ব্যথা কমবেশি সব মহিলারাই অনুভব করেন। তবে সেই ব্যথার তীব্রতা যদি খুব বেশি বেড়ে যায়, তা হলে কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই লক্ষণ কিন্তু এন্ডোমেট্রিয়োসিসের রোগের ক্ষেত্রে দেখা যায়, যার প্রভাব পড়তে পারে আপনার যৌনজীবন ও সন্তানধারণের ক্ষমতার উপরে।

২) সঙ্গমের সময়ে তীব্র যন্ত্রণা হওয়া স্বাভাবিক নয়। অনেক সময়ে যোনি এলাকা শুষ্ক হয়ে যাওয়ার কারণে মিলনের ক্ষেত্রে অস্বস্তি হয়, যন্ত্রণা হয়। শরীরে ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণে যোনি এলাকা শুষ্ক হয়ে যায়। এ ক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৩) যোনিমুখে যদি কোনও রকম মাংসপিণ্ড তৈরি হতে দেখেন, তা হলে কিন্তু সতর্ক হতে হবে। এটি হার্পিস নামক যৌনবাহিত রোগের লক্ষণ।

সঙ্গমের সময়ে তীব্র যন্ত্রণা হওয়া স্বাভাবিক নয়।

সঙ্গমের সময়ে তীব্র যন্ত্রণা হওয়া স্বাভাবিক নয়। প্রতীকী ছবি।

৪) যোনিস্রাবের রং যদি হঠাৎ বদলে যেতে শুরু করে। হালকা হলুদ বা সবুজ রঙের যোনিস্রাব যৌনরোগের লক্ষণ। তাই এ রকম কিছু লক্ষণ দেখলে সচেতন হন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

৫) যোনি থেকে আঁশটে গন্ধ আসাও কিন্তু স্বাভাবিক নয়। অনেক সময়ে এমনটা হলে মহিলারা তা গোপন করে যান, ফলে কোনও শারীরিক জটিলতা ধরা পড়ে না। সমস্যা অনেক বেড়ে যায়। এ রকম হলে কিন্তু অবশ্যই চিকিৎসককে জানাতে হবে।

নারীদের শরীর নিয়ে নিজে খোলামেলা চিন্তাভাবনা করতে শিখতে হবে। লাজলজ্জা ভুলে নিজের শরীরের সমস্যা অন্তত চিকিৎসকের কাছে খোলাখুলি ভাবে না বললে ফল ভুগতে হবে নিজেকেই।

Advertisement
আরও পড়ুন