Sunscreen in Eye

সানস্ক্রিন মাখলেই চোখে জ্বালা করছে? কেন হচ্ছে এমন? বদলে কী কী ব্যবহার করতে পারেন

অনেকেই বলেন, সানস্ক্রিন মাখার পরে চোখ জ্বালা করতে শুরু করে। সানস্ক্রিন মেখে রোদে বেরোনোর পরে ঘাম হলে বা চোখ মুছলে ক্রিমের কিছুটা অংশ চোখে ঢুকে গিয়ে মারাত্মক জ্বালা-যন্ত্রণা হয় অনেকের। সে ক্ষেত্রে উপায় কী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৫:০৫
Does Sunscreen irritates your eyes, what are the reasons

সানস্ক্রিন থেকে চোখে জ্বালা-চুলকানি হচ্ছে? কী করবেন? ছবি: ফ্রিপিক।

সানস্ক্রিন মাখার পর অনেকের ত্বকেই জ্বালা করে। খুব স্পর্শকাতর ত্বক হলে, সে ক্ষেত্রে ব্রণ-ফুস্কুড়িও বেরিয়ে যায়। তাই কোন ধরনের সানস্ক্রিন ত্বকে সইবে, তা যাচাই করে তবেই কিনতে হয়। অনেকেই বলেন, সানস্ক্রিন মাখার পরে চোখ জ্বালা করতে শুরু করে। সানস্ক্রিন মেখে রোদে বেরোনোর পরে ঘাম হলে বা চোখ মুছলে ক্রিমের কিছুটা অংশ চোখে ঢুকে গিয়ে মারাত্মক জ্বালা-যন্ত্রণা হয় অনেকের। চোখে সংক্রমণ হতেও দেখা গিয়েছে কিছু ক্ষেত্রে। কী থেকে হয় এমন?

Advertisement

ত্বক চিকিৎসক রিক্তা মোহন জানিয়েছেন, সানস্ক্রিনে এমন অনেক রাসায়নিক থাকে যা থেকে অ্যালার্জি হতে পারে। বিশেষ করে খুব স্পর্শকাতর ত্বক যাঁদের, অথবা অ্যালার্জির সমস্যা আছে, তাঁদের বেশি হয়। সানস্ক্রিনে থাকা অ্যাভোবেঞ্জন, অক্সিবেঞ্জোন, অক্টিনোক্সেট নামক রাসায়নিক সূর্যের অতিবেগনি রশ্মি থেকে সুরক্ষা দিলেও, সেগুলি যদি চোখে বেশি মাত্রায় ঢুকে যায় তা হলে চোখে চুলকানি, জল পড়া, চোখ ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে। তা ছাড়া সানস্ক্রিনে নানা ধরনে প্রিজ়ারভেটিভ থাকে যেগুলি চোখের পক্ষে ক্ষতিকর।

সানস্ক্রিন চোখে ঢুকে যদি চোখ জ্বালা করে বা ফুলে যায়, তা হলে চোখ না ঘষে সঙ্গে সঙ্গে জলের ঝাপটা দিতে হবে। চিকিৎসকের কথায়, পরিষ্কার কাপড় জলে ভিজিয়ে চোখের উপর ধরে রাখুন। এতেও চোখের আরাম হবে। আইড্রপ দিতে হলে চিকিৎসকের পরামর্শ মতোই দিতে হবে।

কনট্যাক্ট ডার্মাটাইটিস বা অ্যালার্জিক রাইনাইটিসের মতো সমস্যা থাকলে সানস্ক্রিন থেকেও ত্বকের ক্ষতি হতে পারে। সে ক্ষেত্রে বিকল্প উপায় ভাবতে হবে। ত্বক চিকিৎসকের পরামর্শ, সানস্ক্রিনের বদলে নারকেল তেল বা অ্যালো ভেরা জেল ব্যবহার করতে পারেন। ত্বকের সংক্রমণ, জ্বালা বা র‌্যাশের সমস্যা থাকলে অ্যালো ভেরা জেল কার্যকরী হতে পারে। তবে সরাসরি ত্বকে অ্যালো ভেরা লাগাবেন না। নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। চন্দনের প্রলেপ রোদে পোড়া ত্বকের জন্য ভাল। আপনার রোজের ব্যবহারের ক্রিমে খানিকটা চন্দনবাটা মিশিয়ে রাখুন। তাতেও ভাল কাজ হবে।

Advertisement
আরও পড়ুন