Knee Creaking

ভাঁজ করতে কিংবা পা ছড়াতে গেলেই হাঁটুতে ‘কটকট’ শব্দ হয়? এটি বাতের লক্ষণ নয় তো?

শুধু হাঁটু নয়, অস্থিসন্ধি রয়েছে এমন যে কোনও অঙ্গ সঞ্চালনার সময়ে ‘মটমট’ করে শব্দ হতে পারে। আবার, কার্টিলেজ কিংবা লিগামেন্টের সমস্যা থাকলেও এই ধরনের আওয়াজ হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১০:৪৮
Knee Creaking

হাঁটুতে মটমট করে আওয়াজ হওয়া কি বাতের পূর্বলক্ষণ? ছবি: সংগৃহীত।

উঠতে কিংবা বসতে গেলেই হাড়ে ‘কটকট’, ‘মটমট’ করে শব্দ হচ্ছে?

Advertisement

পা কিংবা হাতের আঙুলের গাঁট মটকালে এমন আওয়াজ হতে পারে। কিন্তু হাঁটু ভাঁজ করে বসতে কিংবা পা ছড়িয়ে উঠতে গেলেও যদি এমন শব্দ হয়, সে ক্ষেত্রে চিন্তার কোনও কারণ রয়েছে কি? অনেকেই মনে করেন এটি বাতের পূর্বলক্ষণ। তা-ও কি সঠিক?

দিল্লির এক বেসরকারি হাসপাতালে কর্মরত হাড়ের রোগের চিকিৎসক আশিস আচার্য বলেন, “এ নিতান্তই সাধারণ ঘটনা। তবে বয়স্কদের মধ্যে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘ক্রেপিটাস’ বলা হয়।” তবে শুধু হাঁটু নয়, অস্থিসন্ধি রয়েছে এমন যে কোনও অঙ্গ সঞ্চালনার সময়ে ‘মটমট’ করে শব্দ হতে পারে। আবার, কার্টিলেজ কিংবা লিগামেন্টের সমস্যা থাকলেও এই ধরনের আওয়াজ হয়।

হাঁটুর এই ‘কটকট’ আওয়াজ কি বাতের পূর্বলক্ষণ?

উঠতে-বসতে হাঁটুতে কটকট আওয়াজ কিন্তু বাতের লক্ষণ হতে পারে। তবে তা সাধারণ বাত নয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে ‘অস্টিয়োআর্থ্রাইটিস’ বলা হয়। এই রোগে আক্রান্ত হলে হাঁটুর অস্থিসন্ধিতে থাকা কার্টিলেজটি ধীরে ধীরে ক্ষয়ে যেতে শুরু করে। তবে চিকিৎসকেরা বলছেন, হাঁটুতে আওয়াজ হওয়ার মানেই যে আর্থ্রাইটিস, এমন বদ্ধমূল ধারণা পোষণ করার প্রয়োজন নেই। ‘জার্নাল অফ অর্থপেডিক’-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, হাঁটু ভাঁজ করার সময়ে ক্রমাগত ‘কটকট’ শব্দ, সঙ্গে তীব্র যন্ত্রণা হলে তা অস্টিয়োআর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

হাঁটুর এই ধরনের শব্দের সঙ্গে বাতের যোগ আছে কি না বুঝবেন কী করে?

১) হাঁটুতে কটকট শব্দের সঙ্গে অস্থিসন্ধিতে তীব্র যন্ত্রণা কিংবা তার নমনীয়তা নষ্ট হলে বুঝতে হবে তা সাধারণ সমস্যা নয়।

২) স্বাভাবিক ছন্দে হাঁটতে-চলতেও অসুবিধা হতে পারে।

৩) হাঁটু সংলগ্ন অংশ লাল হয়ে ফুলে যেতে পারে বাত কিংবা আর্থ্রাইটিস হলে।

৪) সকালে ঘুম থেকে ওঠার পর আর্থ্রাইটিসের ব্যথা বেড়ে যায়।

৫) আবহাওয়ার হেরফেরে হাঁটু বা কোমরে ব্যথা তীব্র আকার ধারণ করতে পারে।

আর কী কী কারণে হাঁটু থেকে আওয়াজ হতে পারে?

১) খুব ঘন ঘন হাঁটু থেকে শব্দ হলে আলাদা কথা। তবে চিকিৎসকেরা বলছেন, মাঝেমধ্যে উঠতে-বসতে যদি এমন আওয়াজ হয়, তা হলে চিন্তার কোনও কারণ নেই। অনেক সময়ে অস্থিসন্ধির মধ্যে বায়ুপূর্ণ বুদবুদ আটকে থাকে। হাঁটু ভাঁজ করার সময়ে সেই বায়ুপূর্ণ বুদবুদগুলি ফেটে যায়। তখন ওই ধরনের শব্দ হতে পারে। তবে এ নিয়ে ভয় পাওয়ার তেমন কোনও কারণ নেই।

২) হাঁটু ভাঁজ করতে বা ভাঁজ করা হাঁটু প্রসারিত করতে গেলে ‘কট কট’ শব্দ হতে পারে। কার্টিলেজে কোনও ভাবে আঘাত লাগলে বা হাঁটুর ভিতর থাকা কার্টিলেজটি ভেঙে গেলে এই ধরনের আওয়াজ হতে পারে।

৩) মালাইচাকি কোনও ভাবে ঘুরে গেলে বা সামঞ্জস্য নষ্ট হলেও অনেক সময়ে এই ধরনের শব্দ হয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘প্যাটেলোফিমোরাল পেন সিনড্রম’ বলা হয়, সাধারণের কাছে তা ‘রানার্স নি’ বলেও পরিচিত।

Advertisement
আরও পড়ুন