পাকা পেঁপে দিয়ে ফেশিয়াল করতে পারেন বাড়িতেই। ছবি: সংগৃহীত।
বড়দিন আসতে তো আর বেশি দেরি নেই। সেই উপলক্ষে বাড়ি সাজানো হচ্ছে। বন্ধু, সহকর্মীরা আসবেন। কিন্তু এত কাজের মধ্যে সালোঁয় যাওয়ার সময় পাবেন বলে মনে হচ্ছে না। উৎসবে চারিদিক আলোয় ঝলমল করবে। তার মাঝে নিষ্প্রভ ত্বক নিয়ে মনখারাপ করে থাকলে তো চলবে না! তার চেয়ে বরং বাড়িতে বসেই ফেশিয়াল করে ফেলতে পারেন। রূপটান শিল্পীরা বলছেন, খুব বেশি কিছু লাগবে না। বাড়িতে পাকা পেঁপে থাকলেই হবে। শিখে নিন, কী ভাবে পাকা পেঁপে দিয়ে ফেশিয়াল করবেন।
১) প্রথমে পাকা পেঁপে চটকে তার সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল ক্লিনজ়ার। এই মিশ্রণটি মিনিট দুয়েক মুখে মেখে রেখে দিন। তার পর হালকা হাতে একটু মাসাজ করে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
২) এ বার ত্বকের উপরে জমা মৃত কোষ সরিয়ে ফেলতে এক্সফোলিয়েট করা প্রয়োজন। পাকা পেঁপের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে তৈরি করে ফেলতে পারেন প্রাকৃতিক এক্সফোলিয়েটর। ঘন এই মিশ্রণটি মিনিট পাঁচেক মুখে মেখে রেখে দিন। তার পর হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলুন।
৩) এ বার মুখে স্টিম নেওয়ার পালা। স্টিম নেওয়ার যন্ত্র থাকলে ভাল। না হলে ফুটন্ত গরম জলের পাত্রের উপর মুখ রেখে ভাপ নেওয়া যেতে পারে। এর ফলে পোরস বা ত্বকের রন্ধ্রে জমে থাকা তেল বা অশুদ্ধি দূর হয়ে যাবে। সেবাম ক্ষরণের পরিমাণও নিয়ন্ত্রণে থাকবে।
৪) পাকা পেঁপের সঙ্গে মিশিয়ে নিন অ্যালো ভেরার শাঁস। টাটকা শাঁস না থাকলে জেলও ব্যবহার করতে পারেন। ভাল করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল মাসাজ ক্রিম। এই মিশ্রণটি দিয়ে মিনিট দশেক মুখ মাসাজ করুন। তার পর সুতির নরম তোয়ালে দিয়ে তা মুছে ফেলুন।
৫) পাকা পেঁপের সঙ্গে সামান্য মধু মিশিয়ে তৈরি করে ফেলুন ঘরোয়া একটি মাস্ক। মিনিট পনেরো এই মাস্ক মুখে মেখে রাখুন। ত্বকের জেল্লা ফেরানো থেকে ওপেন পোর্স সঙ্কুচিত করা— সবই সম্ভব এই মাস্কের গুণে।