Bonny Sengupta

বাজল বিয়ের সানাই! খুব শিগগিরি বিয়ের পিঁড়িতে বনি-কৌশানী?

নায়ক-নায়িকার বিয়ে নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। কবে বিয়ে করছেন বনি-কৌশানী?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৮:৪১
কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বনি-কৌশানী?

কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বনি-কৌশানী? ফাইল চিত্র।

দেব-রুক্মিণী, অঙ্কুশ-ঐন্দ্রিলা, বনি-কৌশানী— অনস্ক্রিন থেকে অফস্ক্রিন, এই তিন জুটির জুড়ি মেলা ভার। কখনও বড়পর্দা, কখনও আবার ক্যামেরার পিছনে৷ যে কোনও সাক্ষাৎকারেই তাঁদের দেখলে সংবাদমাধ্যমের একটাই প্রশ্ন থাকে— ‘‘তা হলে কবে বিয়ে করছেন?’’ অথবা ‘‘সুখবরটা কবে পাচ্ছি?’’

তারকা জুটিদের থেকে এই প্রশ্নের সঠিক উত্তর আদায় করাও সাংবাদিকদের পক্ষে বেশ কঠিন কাজ। তবে মাঝে মাঝে ‘অঘটন’-ও ঘটে। এই যেমন নতুন ছবি ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিংয়ের ফাঁকে আনন্দবাজার অনলাইনের প্রতিনিধির দেখা হল বনি সেনগুপ্তর সঙ্গে। সেখানেই নিজের বিয়ের পরিকল্পনা ফাঁস করলেন নায়ক।

Advertisement

বনির কথায়, ‘‘এত ছবি করছি, কারণ সংসার করতে হবে। বিয়ে করতে হবে।’’ তা হলে তারিখটা কবে? বনির উত্তর, ‘‘খুব দেরি হয়তো করব না৷ ২০২৪-এর প্রথমেই আশা করছি, বিয়েটা করে ফেলব।’’

না, যদিও এখনও তারিখ পাকা হয়নি৷ তবে টলিপাড়ায় যে আরও এক বিয়ের সানাই বাজতে চলেছে, তা এখন থেকেই আঁচ করা যায়।

Advertisement
আরও পড়ুন