Celeb Divorce

‘চুপি চুপি’ ঘর ভাঙল বাংলার গায়িকার! সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন!

গায়িকা যে বিবাহিত তা নিয়ে বেশ ধন্দ ছিল অনেকের। গায়ক নন, বরং স্বামী ছিলেন বাচিকশিল্পী। তাঁদের দাম্পত্যে চিড়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৪:১৯
ঘর ভাঙল টলিপাড়ার জনপ্রিয় গায়িকার।

ঘর ভাঙল টলিপাড়ার জনপ্রিয় গায়িকার। — প্রতীকী ছবি।

একের পর এক বিয়ে টলিপাড়ায়। এমনিতেই বছরের এই সময়টা তারকা থেকে সাধারণ মানুষ, বিয়েবাড়ির ছড়াছড়ি। প্রেমের গল্পের পূর্ণতা পায় এই সময়, নতুন পথ চলার অঙ্গীকারবদ্ধ হন তাঁরা। ঠিক এমন সময় টলিপাড়ার গায়িকার বিচ্ছেদের খবর। সমস্ত কাজ হয়েছে ‘চুপি চুপি’। গায়িকা যে বিবাহিত, তা নিয়ে বেশ ধন্দে ছিলেন অনেকে। গায়ক নন, বরং স্বামী ছিলেন বাচিকশিল্পী। সেই দাম্পত্যে ইতি টানতে চলেছেন তাঁরা।

Advertisement

এমনিতেই গায়িকার কণ্ঠের জাদুতে বুঁদ শ্রোতারা। চলতি বছরে কর্মজীবনে বিরাট সাফল্যের মুখ দেখেছেন তিনি। আধুনিক বাংলা গান হোক কিংবা শাস্ত্রীয় সঙ্গীত— দুই ক্ষেত্রেই বিচরণ তাঁর। যদিও খুব বেশি বাজারচলতি গান গেয়েছেন তেমনটা নয়। কিন্তু ২০২৪ সালে একেবারে নিজের ঘরানার বাইরে বেরিয়ে সাধারণ মানুষের মনে প্রভাব ফেলে এমন গান গাইলেন। সমাজমাধ্যমে প্রায় ভাইরাল তাঁর গান। বছরের অন্যতম বড় ছবি বলে কথা। মাতামাতি তো হবেই। একটা সময় দীর্ঘ দিন মুম্বইয়ে কাটিয়েছেন, সেখানে কিছু অভিজ্ঞতা যে খুব ভাল তেমন নয়। হিন্দি ইন্ডাস্ট্রির খ্যাতনামী সুরকারের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফিসফাস শোনা যাচ্ছে, গায়িকার নাকি মন মজেছে অন্য কোথাও। কলকাতার ব্যবসায়ীর সঙ্গে ছন্দ মিলেছে তাঁর, তাই এ বার নতুন অধ্যায়ের শুরুর দিকে এগিয়েছেন তিনি, এমনই গুঞ্জন!

Advertisement
আরও পড়ুন