নতুন বছরের শুরুতে এ বার রিলায়্যান্স বনাম আদানি গোষ্ঠী। মুকেশ অম্বানীকে খোলা চ্যালেঞ্জ দিলেন গৌতম আদানি। কারণ, পেট্রোরসায়নের দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। দীর্ঘদিন ধরেই এই ক্ষেত্রে একচ্ছত্র দখলদারি রয়েছে মুকেশের সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের। কিন্তু আগামী দিনে গৌতম আদানি যে তাঁদের জোর টক্কর দেবেন, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই এর প্রভাব শেয়ার বাজারে পড়তে শুরু করেছে।
পেট্রোরসায়নের দুনিয়ায় নিজের সাম্রাজ্য ছড়িয়ে দিতে তাইল্যান্ডের একটি সংস্থার হাত ধরেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম। ব্যাঙ্ককের ওই সংস্থার নাম ইন্ডোরামা রিসোর্সেস লিমিটেড (আইআরএল)। উল্লেখ্য, বর্তমানে দেশের সবচেয়ে বড় পেট্রোরসায়ন সংস্থাটির নাম রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড।
তাইল্যান্ডের সংস্থার সঙ্গে যৌথ ভাবে নতুন একটি সংস্থাও তৈরি করেছেন শিল্পপতি আদানি। এর নামা রাখা হয়েছে, ভালোর পেট্রোকেমিক্যালস লিমিটেড (ভিপিএল)। এতে আদানি গোষ্ঠী এবং তাইল্যান্ডের সংস্থা ইন্ডোরামার সমান অংশীদারি রয়েছে। অর্থাৎ ভালোর পেট্রোকেমিক্যালসে আদানি এবং ইন্ডোরামার শেয়ার থাকছে ৫০ শতাংশ করে।
আদানি এন্টারপ্রাইজ় লিমিটেডের (এইএল) একটি অনুসারী সংস্থা হল আদানি পেট্রোকেমিক্যালস লিমিটেড। ইন্ডোরামার সঙ্গে অংশীদারির ভিত্তিতে নতুন সংস্থা তৈরি করেছে আদানিদের এই অনুসারী সংস্থা। চলতি বছরের ৪ জানুয়ারি সরকারি ভাবে ভালোর পেট্রোকেমিক্যালস নথিভুক্ত সংস্থা হয়েছে। এর জন্য পাঁচ লক্ষ টাকা দিয়েছে দুই সংস্থা। মুম্বই শহরে রয়েছে এর মূল কার্যালয়।
নতুন সংস্থার জন্য শেয়ার বাজারে জমা করা নথিতে আদানি এন্টারপ্রাইজ় লিমিটেড জানিয়েছে, পেট্রোরসায়ন, অশোধিত তেলের শোধনাগার এবং সেখান থেকে প্রাপ্ত রাসায়নিক সামগ্রীর ব্যবসা করছেন তাঁরা।
সদ্য প্রতিষ্ঠিত ভালোর পেট্রোকেমিক্যালসের ৫০ হাজার ইক্যুইটি স্টক সমান ভাগে দু’টি সংস্থার মধ্যে ভাগ করা হয়েছে। এর মধ্যে আদানি এন্টারপ্রাইজ় লিমিটেডের হাতে থাকছে ২৫ হাজার শেয়ার। বাকি ২৫ হাজার স্টকের মালিক থাকছে তাইল্যান্ডের সংস্থা ইন্ডোরামা।
বছর দুই আগে প্রথম বার পেট্রোরসায়নের দুনিয়ায় পা রাখার কথা ঘোষণা করেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম। ওই সময়ে এই শিল্প ক্ষেত্রে ৪০০ কোটি ডলার লগ্নির কথা শোনা গিয়েছিল তাঁর গলায়। গত বছর (পড়ুন ২০২৪) এই ব্যাপারে তাইল্যান্ডের ইন্ডোরামা সংস্থার সঙ্গে তাঁর চূড়ান্ত কথাবার্তা চলছে বলে খবর প্রকাশ্যে এসেছিল।
অন্য দিকে, ১৯৯৪ সালে পেট্রোরসায়নের দুনিয়ায় পা রাখে তাইল্যান্ডের ইন্ডোরামা রিসোর্সেস লিমিটেড। ভারতীয় বংশোদ্ভূত অলোক লোহিয়া এর প্রতিষ্ঠাতা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অলোক বর্তমানে ব্যাঙ্ককের বাসিন্দা। তাঁর হাতে গড়া সংস্থার শাখা ছড়িয়ে পড়েছে দুনিয়ার ৩১টি দেশে।
পেট্রোরসায়নের একটি উপজাত দ্রব্য হল পিইটি রেজিন। বস্ত্রশিল্পে এর ব্যাপক ব্যবহার রয়েছে। তাইল্যান্ডের ইন্ডোরামার এই রেজিন তৈরিতে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। আদানিদের সঙ্গে হাত মিলিয়ে ভারতেও তাঁরা একই পণ্য উৎপাদন করবে কি না, তা অবশ্য স্পষ্ট নয়।
ইন্ডোরামার সঙ্গে যৌথ উদ্যোগে আদানি গোষ্ঠীর নতুন সংস্থা ভিপিএলের কারখানা তৈরি হবে গুজরাতের মুন্দ্রা বন্দর এলাকায়। সূত্রের খবর, এর জন্য প্রথম পর্যায়ে দুই সংস্থা মিলে খরচ করবে ৩৫ হাজার কোটি টাকা। এই বন্দরে আদানি পেট্রোকেমিক্যালস লিমিটেডের নিজস্ব প্ল্যান্ট রয়েছে।
সূত্রের খবর, মুন্দ্রা বন্দর এলাকায় পেট্রোকেমিক্যাল ক্লাস্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে আদানি গোষ্ঠীর। সেখানে পলিভিনাইল ক্লোরাইডের (পিভিসি) কারখানা তৈরি করছেন শিল্পপতি গৌতম আদানি। এর আগে একটি জার্মান সংস্থা ‘বিএএসএফ’-এর সঙ্গে যৌথ মালিকানায় মুন্দ্রা বন্দর এলাকাতেই রাসায়নিক কারখানা নির্মাণ করেছেন তিনি।
ভারতের পেট্রোকেমিক্যালের দুনিয়ায় সবচেয়ে বড় খেলোয়াড় বললে প্রথমেই আসবে অম্বানী গোষ্ঠীর নাম। গুজরাতের জামনগরে রয়েছে দেশের সবচেয়ে বড় বেসরকারি অশোধিত তেলের সংশোধনাগার। এর মালিক সংস্থাটি হল, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড।
সূত্রের খবর, অম্বানী সাম্রাজ্যের মোট রাজস্বের ২০ শতাংশ আসে পেট্রোরসায়ন থেকে। সেখানেই এ বার থাবা বসাতে চলেছেন গৌতম আদানি। যদিও বিষয়টি মানতে রাজি নন আর্থিক বিশ্লেষকেরা। তাঁদের কথায়, পেট্রোরসায়নের দু’টি আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবসা করবেন দেশের এই দুই সেরা শিল্পপতি। ফলে পেট্রোরসায়নের দুনিয়ায় ভারতের প্রভাব বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।
পেট্রোরসায়নের ক্ষেত্রে এখন যে আদানি গোষ্ঠী একেবারে নেই, তা ভাবাও ভুল হবে। তাঁদের একটি সংস্থা হল আদানি গ্যাস। চলতি কথায় যাকে টোটাল গ্যাস বলা হয়ে থাকে। পেট্রোলিয়মের প্রচুর উপজাত দ্রব্য রয়েছে। ইন্ডোরামার সঙ্গে হাত মিলিয়ে সেখানে শিল্পপতি গৌতম আদানি পা জমানোর চেষ্টা করবেন বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। যদিও এই ইস্যুতে সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি আদানি পেট্রকেমিক্যালস লিমিটেড।
বিশেষজ্ঞদের দাবি, দ্রুত বাড়ছে ভারতের পেট্রোরসায়নের বাজার। প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এটি ২৫.২০ লক্ষ কোটিতে গিয়ে পৌঁছবে। বর্তমানে পেট্রোরসায়নের বাজারি মূলধনের আনুমানিক অঙ্ক দাঁড়িয়ে রয়েছে ১৮.৪৮ লক্ষ কোটি টাকায়। এই পরিস্থিতিতে ইন্ডোরামার সঙ্গে আদানিদের যৌথ ভাবে সংস্থা তৈরি করে ব্যবসায় নামাকে ‘মাস্টারস্ট্রোক’ বলে উল্লেখ করেছেন অনেকেই।
গুজরাতের মু্ন্দ্রা বন্দরের কারখানা থেকে বছরে ২০ লক্ষ টন পিভিসি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছেন শিল্পপতি গৌতম আদানি। তাঁর সংস্থা আদানি পেট্রোকেমিক্যালস লিমিটেড, ২০২৬ সালের মধ্যে এখান থেকে ১০ লক্ষ টন পিভিসি উৎপাদন করতে পারবে। এই অঙ্ককে দ্বিগুণ করতে অপেক্ষা করতে হবে ২০২৭ সাল পর্যন্ত।
২০২৩ সালে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারে জালিয়াতির অভিযোগ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে আমেরিকার শর্ট সেলার সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’। ফলে ওই বছরের মার্চ মাসে মুন্দ্রা বন্দরে স্থগিত হয়ে যায় পিভিসি কারখানার কাজ। পরে জুলাই মাসে এটি ফের চালু করেন শিল্পপতি আদানি।
গত বছরের (পড়ুন ২০২৪) নভেম্বর মাসে ফের আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ায় আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতমের। ভারতের সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ফলে গৌতম এবং তাঁর ভাইপো সাগর আদানি, দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন।
সব ছবি: সংগৃহীত।