জন্মদিনে নিজেকে শুভেচ্ছা জানালেন স্বস্তিকা। ছবি: সংগৃহীত।
তিনি স্পষ্টবাদী। বরাবরই নিজের মতামত হোক বা আবেগ, কোনও কিছুই প্রকাশ করতে আড়ষ্ট বোধ করেননি। ‘মেয়েদের বয়স বলতে নেই’ — এমন প্রবাদকেও যে তোয়াক্কা করেন না, তা আরও এক বার বুঝিয়ে দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ১৩ ডিসেম্বর ৪৪ বছরে পা রাখলেন অভিনেত্রী। নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করলেন তিনি।
প্রসাধনী বলতে লিপস্টিক মাত্র। সঙ্গে বড় ফ্রেমের গোলাপি চশমা। চুলে উঁকি দিচ্ছে ধূসর ছায়া। তাই স্বস্তিকা লিখেছেন, “হে প্রিয়, তোমাকে ৪৪তম জন্মদিনের শুভেচ্ছা। এক সময় যে ধূসর রং দেখে তুমি ভয় পেতে, আজ সেই রং রুপোর থেকেও উজ্জ্বল। তুমি হয়তো বলবে, এই চোখ দুটো ক্লান্ত। আমি ওই দু’চোখে অভিজ্ঞতা দেখতে পাই। চোখের নীচে কালি নয়, আমি সাফল্য দেখি।”
নির্দিষ্ট বয়সের পরে প্রত্যেকের চেহারায় আসে নানা পরিবর্তন। তবে এই পরিবর্তন আগলে নিতে ও ভালবাসতে জানতে হয়। স্বস্তিকা বরাবরই নিজেকে ভালবাসার কথা বলে অনুপ্রেরণা জুগিয়েছেন তাঁর অনুরাগীদের। বয়সের সঙ্গে মুখে তৈরি হওয়া বলিরেখাকেও ভালবাসার কথা বলেছেন তিনি। অভিনেত্রী তাঁর পোস্টে নিজেকেই নিজে লিখেছেন, “তুমি বলো বলিরেখা। আমি দেখি একজন সম্পূর্ণ নারীকে। আমি একজন শিল্পী, মা ও বন্ধুকে দেখতে পাই তোমার মধ্যে। তুমি তোমার মতোই থাকো— দয়ালু, আন্তরিক, স্বচ্ছ ও সৎ। পৃথিবী তোমার সঙ্গে যেমনই হোক, তুমি যেন এমনই থাকো।”
এই পৃথিবীতে দিনের শেষে প্রত্যেকে একা। তাই নিজেকে ভালবাসার বিকল্প আর কিছু নেই। সেই বার্তাই রয়েছে স্বস্তিকার পোস্টে। তাই নিজেকেই জন্মদিনে অভিনেত্রী বলেছেন, “মনে রেখো, আমি তোমার সঙ্গে সব সময় আছি। তুমি না থাকলেও, আমি থাকব। শুভ জন্মদিন আমার প্রিয় স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের মাধুর্যের সঙ্গে আরও এগিয়ে যাও।”