সৃজিত মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
পুজোয় মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’। বিগত এক মাস ধরে এই ছবির প্রচারে ব্যস্ত ছিলেন পরিচালক। পান থেকে চুন খসতে দেননি। একই ভাবে ছবির শেষ মুহূর্তের প্রচারে কোনও কমতি রাখছেন না এই ছবির তিন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসান। সাধারণত, পুজোর মধ্যে বিভিন্ন সিনেমাহলে ছবির প্রচার সারতে যান কলাকুশলীরা। বিভিন্ন আলোচনাসভাতেও যোগ দেন তাঁরা। কিন্তু পঞ্চমী সকালেই কলকাতা ছেড়েছেন সৃজিত। তিনি কোথায়?
ছবিমুক্তির প্রথম দিন। পঞ্চমীর সকাল থেকেই সমাজমাধ্যমে সক্রিয় সৃজিত। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালের বিমানে ঢাকা পৌঁছেছেন টলিপাড়ার ‘ফার্স্ট বয়’। দুপুরের মধ্যেই অবশ্য পরিচালক নিজেই এই খবরে সিলমোহর দিলেন সমাজমাধ্যমে। ফেসবুকে স্ত্রী রফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন পরিচালক। সেখানে দেখা যাচ্ছে, পিছনে টিভিতে ক্রিকেট ম্যাচ সম্প্রচারিত হচ্ছে। আসলে বৃহস্পতিবার ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং বাংলাদেশে মুখোমুখি হয়। সৃজিত লেখেন, ‘‘ঢাকায় বসে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ দেখছি। চেষ্টা করছি যতটা সম্ভব প্রতিযোগিতার আবহ বজায় রাখতে।’’ পরিচালকের এই ছবি দেখে নেটাগরিকদের একাংশ জানতে চেয়েছেন, ভারত বনাম বাংলাদেশের ম্যাচে পরিচালক কাকে সমর্থন করছেন। যদিও সৃজিত তাঁর কোনও উত্তর দেননি।
সৃজিত অবশ্য আগামী বেশ কয়েক দিন এখন শহরের বাইরেই থাকবেন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই পরিচালক সপরিবার আমেরিকায় ঘুরতে যাচ্ছেন। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের সমাপ্তি ছবি সৃজিত পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’। এ রকমও শোনা যাচ্ছে, ছবির প্রদর্শনে যোগ দিতে পারেন পরিচালক। তার পর তিনি দেশে ফিরবেন।