150 Years of IMD

আবহাওয়া দফতরের ১৫০ বছর, বিশেষ অনুষ্ঠানে পাকিস্তান, বাংলাদেশকেও আমন্ত্রণ জানাল নয়াদিল্লি

পাকিস্তান ইতিমধ্যেই আমন্ত্রণ গ্রহণ করে আলোচনাসভায় যোগদানের বিষয়ে সম্মতি জানিয়েছে। তবে বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকারের তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ০৯:৫৬
আইএমডি-র ১৫০ বছর উদ্‌‌যাপন। পাকিস্তান, বাংলাদেশকেও আমন্ত্রণ জানাল ভারত।

আইএমডি-র ১৫০ বছর উদ্‌‌যাপন। পাকিস্তান, বাংলাদেশকেও আমন্ত্রণ জানাল ভারত। ছবি: সংগৃহীত।

দ্বিপাক্ষিক সম্পর্কের উত্থান-পতন যেমনই হোক, ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর ১৫০ বছর উপলক্ষে হতে চলা বিশেষ আলোচনাসভায় সব প্রতিবেশী দেশকে আমন্ত্রণ জানাল ভারত। আমন্ত্রিতের তালিকায় রয়েছে পাকিস্তান আর বাংলাদেশও। পাকিস্তান ইতিমধ্যেই আমন্ত্রণ গ্রহণ করে আলোচনাসভায় যোগদানের বিষয়ে সম্মতি জানিয়েছে। তবে বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকারের তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

Advertisement

সরকারি সূত্রে জানা গিয়েছে, আইএমডি-র ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে। আবহাওয়া দফতরের এক কর্তা এই প্রসঙ্গে বলেন, “আমরা চাই একদা অবিভক্ত ভারতের অংশ সমস্ত দেশের প্রতিনিধি ১৫০ বছর উদ্‌যাপনে যোগ দিন।”

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নয়াদিল্লির তরফে আমন্ত্রণপত্র গিয়েছে পাকিস্তান, বাংলাদেশ ছাড়াও ভুটান, আফগানিস্তান, মায়ানমার, মলদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায়। আলাদা করে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকেও। আইএমডি-র ১৫০ বছরকে স্মরণীয় করে রাখতে বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করতে চলেছে অর্থ মন্ত্রক। আর প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে থাকছে বিশেষ ট্যাবলো।

প্রসঙ্গত, ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি পথচলা শুরু হয়েছিল আইএমডি-র। অবশ্য তার অনেক আগেই কলকাতা, চেন্নাই এবং মুম্বইয়ে আবহাওয়া পরিদর্শন কেন্দ্র খুলেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৮৬৪ সালে কলকাতায় ভয়াবহ ঝড়, ১৮৬৬ এবং ১৮৭১ সালে খরার পরে ব্রিটিশ সরকার আবহাওয়ার খুঁটিনাটি তথ্য নথিবদ্ধ করা এবং বিশ্লেষণের সিদ্ধান্ত নেয়। সেই সূত্রেই ১৮৭৫ সালে তৈরি হয় আইএমডি।

Advertisement
আরও পড়ুন