Sanskrit College and University

বেতন আসেনি সংস্কৃত বিশ্ববিদ্যালয়েও

পুরো বেতনের টাকা বিশ্ববিদ্যালয়কে জোগাড় করতে হয়েছে। বৃহস্পতিবার অন্তর্বর্তী উপাচার্য রাজকুমার কোঠারি জানান, গত কয়েক মাস ধরেই টাকা ঠিক সময়ে আসছে না।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১০:১৩
গত ডিসেম্বর মাসের বেতনের টাকা রাজ্য এখনও দেয়নি বলে অভিযোগ।

গত ডিসেম্বর মাসের বেতনের টাকা রাজ্য এখনও দেয়নি বলে অভিযোগ। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরে এ বার সংস্কৃত বিশ্ববিদ্যালয়েও শিক্ষক, শিক্ষাকর্মী, আধিকারিকদের গত ডিসেম্বর মাসের বেতনের টাকা রাজ্য এখনও দেয়নি বলে অভিযোগ উঠল। পুরো বেতনের টাকা বিশ্ববিদ্যালয়কে জোগাড় করতে হয়েছে। বৃহস্পতিবার অন্তর্বর্তী উপাচার্য রাজকুমার কোঠারি জানান, গত কয়েক মাস ধরেই টাকা ঠিক সময়ে আসছে না। পুজোর মাসেও একই অবস্থা হয়। কিন্তু নতুন এই বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থা এমন নয় যে, বার বার তহবিল ভেঙে টাকা দেওয়া সম্ভব। রাজকুমার বলেন, ‘‘ঠিক সময়ে রিকুইজ়িশন পাঠিয়েও টাকা সময়ে মেলে না।’’ উচ্চশিক্ষা দফতরের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য, রিকুইজ়িশন যথাযথ না হলেই এমন হয়। দফতর থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে এ নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। যথাযথ উত্তর পেলে টাকা দিয়ে দেওয়া হবে। অন্য দিকে, সূত্রের খবর, যাদবপুরের জন্য ডিসেম্বরের বেতন, পেনশন মঞ্জুর করেছে রাজ্য সরকার।

Advertisement
Advertisement
আরও পড়ুন