Panchami

লোকে হাসলেও, আমার সিরিয়াল দেখছেন, তাতেই আমি খুশি: ‘পঞ্চমী’র নায়িকা

‘পঞ্চমী’ সিরিয়ালে দৃশ্য দেখে দর্শকমহলে হাসির রোল। নাগদেবতা ভর করছে নায়িকার শরীরে। এই দৃশ্য সম্প্রচার হতেই একের পর এক মন্তব্য দর্শকের।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১৯:১৬
কী বলছেন সুস্মিতা দে?

কী বলছেন সুস্মিতা দে? ছবি: সংগৃহীত।

এক মাস হল শুরু হয়েছে সিরিয়াল ‘পঞ্চমী’। কেন্দ্রবিন্দুতে নাগদেবতা ও তার অলৌকিক ক্ষমতার গল্প। সিরিয়ালে দেখা যাচ্ছে পঞ্চমী ধীরে ধীরে নাগের রূপ ধারণ করছে৷ যে দৃশ্য দেখে দর্শক মহলে উঠেছে হাসির রোল৷ কারও মন্তব্য, ‘‘এ কী হচ্ছে৷’’ কেউ আবার লিখেছেন, ‘‘বাংলা সিরিয়ালে আর কি ভাল দেখাবে।’’

এ সব দেখে কী বলছেন পঞ্চমী ওরফে সুস্মিতা দে? আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে তার বক্তব্য, ‘‘আমার ভালই লাগছে। লোকে যতই খারাপ বলুক আমার কোনও সমস্যা নেই৷ কারণ খারাপ বলছে মানে তারা দেখছে সে সিরিয়াল। আমার কাজ দেখলেই হল।’’

Advertisement

প্রসঙ্গত, ‘অপরাজিতা অপু’ সিরিয়ালের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু সুস্মিতার৷ তার পর ‘বৌমা একঘর’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে৷ কিন্তু সেই সিরিয়াল তিন মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। ফলে বেশ কষ্টও পেয়েছিলেন তিনি৷ তবে এই এক মাসে নতুন সিরিয়াল দর্শকের প্রতিক্রিয়া পেয়ে বেশ খুশি সুস্মিতা। এই সপ্তাহে টিআরপি নম্বরের বিচারে পঞ্চম স্থানে রয়েছে ‘পঞ্চমী’।

Advertisement
আরও পড়ুন