ডেঙ্গিতে আক্রান্ত আবির চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।
শহরে ডেঙ্গির প্রকোপ বেড়েই চলেছ। এ বারে ডেঙ্গিতে আক্রান্ত হলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। গত কয়েক দিন জ্বরে ভুগছিলেন পর্দার ‘সোনাদা’। তার পর সোমবার অভিনেতার ডেঙ্গু রিপোর্ট পজিটিভ আসে।
এই মুহূর্তে বাড়িতেই আবিরের চিকিৎসা চলেছে। অভিনেতার মুখপাত্র আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন যে, ডাক্তারের পরামর্শে আবিরকে এখন লিক্যুইড ডায়েট মেনে চলতে হচ্ছে। এখন আগের মতো জ্বর ঘন ঘন আসছে না। নিয়িমত তাঁর প্লেটলেট পরীক্ষাও করা হচ্ছে। আগের তুলনায় আবির এখন অনেকইটাই ভাল রয়েছেন। আপাততত ডাক্তারের পরামর্শ মতো আগামী এক সপ্তাহ অভিনেতা বিশ্রামে থাকবেন।
সঙ্গীত রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’-এর সঞ্চালক আবির। তা হলে কি এখন এই শো-এর শুটিং কি সায়িমক ভাবে বন্ধ থাকবে? অভিনেতার মুখপাত্রের কথায়, ‘‘আপাতত সে রকম কোনও সম্ভাবনা নেই। তবে সবটাই নির্ভর করবে পরবর্তী রক্ত পরীক্ষার রিপোর্টের উপর।’’ তবে শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই বৃহস্পতিবার দুটি অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন আবির।