Celebrity Life

ভোর রাতে বিস্ফোরণ! বাদশার পানশালায় বোমা, বাবা সিদ্দিকির পর নিশানায় বলি গায়ক?

হামলার শিকার এ বার পঞ্জাবি গায়ক বাদশা। ভোর রাতে তাঁর পানশালা লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায় দুই সন্দেহভাজন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৩:০২
এ বার আক্রান্ত বাদশা?

এ বার আক্রান্ত বাদশা? ছবি: ফেসবুক।

বছর শেষ হতে চলল। আততায়ী হামলা থেকে রেহাই নেই বলিউডের। কৃষ্ণসার হরিণ হত্যার কারণে প্রতি পদে সলমন খানের কাছে প্রাণনাশের হুমকি আসছে লরেন্স বিষ্ণোই দলের তরফ থেকে। যার জেরে প্রাণ গিয়েছে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার। অভিযোগ, সম্প্রতি একই কারণে খুন হয়েছেন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকি। তিনিও সলমন ঘনিষ্ঠ। গুঞ্জন, এ বার কি পঞ্জাবি গায়ক বাদশার পালা? খবর, মঙ্গলবার ভোর ৩টে নাগাদ তাঁর পানশালার বাইরে আচমকা বিস্ফোরণ ঘটে! দুই সন্দেহভাজন ব্যক্তিকে নাকি বাইকে চড়ে বোমা ছুড়ে পালাতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

আরও গুরুত্বপূর্ণ বিষয়, পঞ্জাবি গায়কের পানশালাটি সেক্টর ২৬ থানার বিপরীতে। প্রশাসনের নাকের ডগায় এত বড় কাণ্ড ঘটায় নতুন করে ভাঁজ পড়েছে বলিউডের কপালে। জানা গিয়েছে, বিস্ফোরণের কারণে পানশালায় কয়েকটি কাচ ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে নিকটবর্তী ক্লাবও। তবে কোনও হতাহতের খবর মেলেনি। প্রশাসনের তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছে, ঘরে তৈরি বোমা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তারা বিষয়টিকে চাঁদার জুলুম হিসাবেই বর্ণনা করেছে। চণ্ডীগড় থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনদের খোঁজ চলছে।

Advertisement
আরও পড়ুন