FC Barcelona

ইয়ামালের গোলে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা, লিগ কাপে লিভারপুলের হারে বিতর্ক

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে জিততে অসুবিধা হল না বার্সেলোনার। অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে তারা। তবে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে ইপিএলের শীর্ষে থাকা লিভারপুল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১০:৪১
football

গোলের পর ইয়ামালের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে নামার আগেই সুখবর পেয়েছিল বার্সেলোনা। টালবাহানার পর দুই ফুটবলার দানি ওলমো এবং পাউ ভিক্টরকে সাময়িক খেলার ব্যাপারে ছাড়পত্র দিয়েছিল স্পেনের ক্রীড়া সংস্থা। দু’জনেই মাঠে নামতে পারেননি। তবে ম্যাচ জিততে অসুবিধা হল না বার্সেলোনার। অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে তারা। তবে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে ইপিএলের শীর্ষে থাকা লিভারপুল।

Advertisement

আর্থিক কারণে ওলমো এবং ভিক্টরের খেলা বেশ কিছু দিন ধরেই ঝুলে ছিল। স্পেনের ক্রীড়া সংস্থা সাময়িক ভাবে দু’জনকেই খেলার অনুমতি দিয়েছে। বিলবাওয়ের বিরুদ্ধে অবশ্য কেউই খেলতে পারেননি। ২৭ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন গাভি। বিরতির পরেই দলের দ্বিতীয় গোল লেমিনে ইয়ামালের। সুপার কাপের অন্য সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ খেলবে মায়োরকার বিরুদ্ধে। রিয়াল জিতলে সুপার কাপের ফাইনালে ‘এল ক্লাসিকো’ দেখা যাবে।

ওলমো এবং ভিক্টরকে পেয়ে খুশি বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। তিনি বলেছেন, “স্পেনের ক্রীড়া সংস্থার সিদ্ধান্তকে গোটা ক্লাব সম্মান জানায়। আমরা দল হিসাবে কত ভাল সেটা দেখাতে পেরেছি। ওদের জন্যই জিতেছি।”

ভাল ফর্মে থাকা লিভারপুল চলতি মরসুমে দ্বিতীয় ম্যাচে হারল। বুধবার রাতে টটেনহ্যাম ১-০ গোলে হারিয়েছে তাদের। একমাত্র গোল তরুণ স্ট্রাইকার লুকাস বার্গভালের। তবে লিভারপুলের কোচ আর্নে স্লট একেবারেই খুশি নন। তাঁর দাবি, গোলের ঠিক আগেই একটি ফাউল করেছিলেন বার্গভাল, যার জন্য তাঁর দ্বিতীয় হলুদ কার্ড দেখা উচিত ছিল। তবে এটি প্রথম পর্বের ম্যাচ ছিল। লিভারপুল এর পর ঘরের মাঠে খেলবে।

Advertisement
আরও পড়ুন