Los Angeles Wildfire

লস অ্যাঞ্জেলসের দাবানলে মৃত পাঁচ, আগুন নেভাতে ফুরোল ড্রেনের জলও, থমকে হলিউডের কাজ

লস এঞ্জেলসে দাবানলের জেরে থমকে গিয়েছে হলিউডের কাজ। প্রায় ১০০০ বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। হলিউড শিল্পীদের অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১০:২১
দাবানলের জেরে বিধ্বংসী আগুন আমেরিকার লস এঞ্জেলসে।

দাবানলের জেরে বিধ্বংসী আগুন আমেরিকার লস এঞ্জেলসে। ছবি: রয়টার্স।

ক্রমশ বিধ্বংসী আকার নিচ্ছে আমেরিকার লস এঞ্জেলসের দাবানল। ইতিমধ্যেই সেখানে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দাবানলের আগুন নেভাতে নেভাতে সেখানে জলসঙ্কটও দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম বর্তমান পরিস্থিতির বিবরণ দিয়ে জানিয়েছে, আগুন নেভাতে দমকল বাহিনীকে এত জল ব্যবহার করতে হচ্ছে যে, বড় নর্দমাগুলিতে প্রায় জল নেই।

Advertisement

লস এঞ্জেলসের প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি। দমকা হাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে মনে করা হচ্ছে। দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। দাবানলের জেরে থমকে গিয়েছে হলিউডের কাজও। প্রায় ১০০০ বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। হলিউড শিল্পীদের অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

সংবাদ সংস্থা এপি-র খবর অনুসারে দাবানল-পরিস্থিতি পর্যালোচনা করতে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শেষ বিদেশ সফর বাতিল করেছেন জো বাইডেন। তাঁর ইটালি যাওয়ার কথা ছিল। আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে প্রবেশ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলে বাইডেন প্রশাসনকেই নিশানা করেছেন তিনি। তাঁর অভিযোগ, দমকল আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জল পাচ্ছে না। এই অবস্থায় তাঁকে দায়িত্ব ছাড়তে চলার জন্য বিদ্রুপ করে বাইডেনকে ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্প।

Advertisement
আরও পড়ুন