Kangana Ranaut

শাহরুখ, সলমন, আমিরকে বার বার প্রত্যাখ্যান! এ বার তিন খানকে নিয়ে বড় পরিকল্পনা কঙ্গনার

শুধুমাত্র নায়কের বাহুলগ্নার চরিত্রে অভিনয় করতে তিনি রাজি নন। তাই ছবির প্রস্তাব এলেও বার বার ফিরিয়েছেন কঙ্গনা। কিন্তু এ বার শাহরুখ, সলমন ও আমিরকে নিয়ে বড় পরিকল্পনা জানালেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৮:২০
Kangana Ranaut said that she is happy to direct Shah Rukh Khan, Salman Khan and Aamir Khan

তিন খানকে নিয়ে কী পরিকল্পনা কঙ্গনার? ছবি: সংগৃহীত।

বলিউডের তিন খান— শাহরুখ, সলমন, আমিরের সঙ্গে কোনও ছবিতেই জুটি বাঁধেননি কঙ্গনা রানাউত। একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, তিন খানের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী নন। তার কারণ, খানদের বিপরীতে অভিনয় করলে কখনওই তিনি প্রাথমিক গুরুত্ব পাবেন না। শুধুমাত্র নায়কের বাহুলগ্নার চরিত্রে অভিনয় করতে তিনি রাজি নন। তাই ছবির প্রস্তাব এলেও বার বার ফিরিয়েছেন কঙ্গনা। কিন্তু এ বার শাহরুখ, সলমন ও আমিরকে নিয়ে বড় পরিকল্পনা জানালেন অভিনেত্রী।

Advertisement

এই মুহূর্তে আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র প্রচার নিয়ে ব্যস্ত কঙ্গনা। সেই ছবির প্রচার সংক্রান্ত এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, আগামী দিনে কি তাঁর পরিচালনায় শাহরুখ, সলমন ও আমিরকেও দেখা যাবে? সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে সম্মতি জানান কঙ্গনা। তিন খানের পরিচালক হতে নাকি এক পায়ে রাজি তিনি।

কঙ্গনা বলেছেন, “আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি বলিউডের তিন খানকে কোনও ছবিতে পরিচালনা করতে চাই কি না। কেন করব না? ভাল চিত্রনাট্য থাকলে অবশ্যই করব। আমি মনে করি, ওঁদের মধ্যে সত্যিই যোগ্যতা রয়েছে। কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন ওঁরা। তাই ওঁদের সঙ্গে কাজ করতে পারলে ভালই লাগবে।”

তিন খানের সঙ্গে জুটি বাঁধেননি ঠিকই। কিন্তু শাহরুখ, সলমন ও আমিরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন কঙ্গনা। কিছু দিন আগে শাহরুখ-পুত্র আরিয়ানকে নিয়েও একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সমসাময়িক তারকা সন্তানদের প্রায় সকলেই ক্যামেরার সামনে অভিনয় করছেন। সেই জায়গায় পরিচালকের ভূমিকায় আরিয়ানকে দেখতে নাকি অপেক্ষা করে রয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন