(বাঁ দিক থেকে) শ্রীকান্ত মোহতা, সৃজিত মুখোপাধ্যায় এবং রানা সরকার। ছবি: ফেসবুক।
২০২২-এ প্রথম ঘোষণা করেছিলেন, সৃজিত মুখোপাধ্যায় আর তিনি জোট বাঁধছেন। ছবির নাম ‘লহ গৌরাঙ্গের নাম রে’। যেখানে চৈতন্যদেবের জীবনের নানা ঘটনা দেখানো হবে। তার পর সব চুপচাপ। গত দু’বছরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। সমাজমাধ্যমেও বার বার প্রশ্ন উঠেছে, কবে আসবে ছবিটি? মঙ্গলবার নতুন করে মাথাচাড়া দিয়েছে সেই সম্ভাবনা। শোনা যাচ্ছে, শ্রীকান্ত মোহতার সঙ্গে জুটি বেঁধে নাকি ছবিটি প্রযোজনা করতে চলেছেন রানা সরকার। পরিচালনায় সৃজিত।
খবরের সত্যতা জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ‘জাতিস্মর’ ছবির প্রযোজকের সঙ্গে। প্রযোজক খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন। বললেন, “হ্যাঁ, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ আসছে। সৃজিতই পরিচালনা করবেন।” এ-ও জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকে শুরু হয়ে যাবে শুটিং। ছবির চিত্রনাট্যের কাজ ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন।
এই প্রথম শ্রীকান্ত এবং রানা জুটি বেঁধে ছবি পরিচালনা করতে চলেছেন। কেন?
বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ প্রযোজক। টলিউডে খবর, ছবিতে চৈতন্যদেবের সময়কাল ধরার পাশাপাশি ছবিটি তারকাখচিত। বাংলা বিনোদন দুনিয়ার তাবড় তারকারা থাকবেন। অর্থাৎ, ছবিটি যথেষ্ট খরচসাপেক্ষ। তাই দুই প্রযোজক একজোট হয়ে বাংলা ছবির দর্শকের জন্য বড় বাজেটের ছবি উপহার দিতে চলেছেন। ছবির শুটিং হবে পুরী, নবদ্বীপ-সহ নানা জায়গায়।
একেবারে শুরুতে রানা জানিয়েছিলেন, তাঁর এই ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, আবীর চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, পাওলি দাম প্রমুখ। প্রিয়াঙ্কা ‘নটী বিনোদিনী’র ভূমিকায় অভিনয় করবেন, এমনও শোনা গিয়েছিল। সেই অনুযায়ী তাঁর ‘লুক’ প্রকাশ্যেও এনেছিলেন প্রযোজক।
এই তারকা অভিনেতারাই কি ছবিতে থাকবেন? না কি বড় বদল আসতে চলেছে এখানে? রানার মুখে কুলুপ। অর্থাৎ, সবটাই ক্রমশ প্রকাশ্য।