‘আবার হাওয়া বদল’ ছবির ঘোষণা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন এবং রুদ্রনীল ঘোষ। ছবি: সংগৃহীত।
বাংলা ছবির বর্তমান পরিস্থিতি যা-ই হোক না কেন, ভাল-খারাপের মিশেলে দর্শককে যে ছবি উপহার দিয়ে যেতে হবে, তা নিয়ে কোনও দ্বিমত নেই। ‘এসকে মুভিজ়’ ১৮টি ছবির ঘোষণা করেছে। নানা স্বাদের এই ছবিগুলি আগামী দু’বছরের মধ্যে মুক্তি পাবে।
এই দীর্ঘ সফর শুরু হচ্ছে প্রযোজনা সংস্থার সঙ্গে বাংলাদেশের যৌথ প্রযোজনার হাত ধরে। চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ছবি ‘দরদ’। সোমবার রাতে শহরের এক হোটেলে এই ছবি নিয়ে বাংলাদেশের সুপারস্টার বললেন, ‘‘দুই বাংলা নয়, আমরা আসলে এক। সময়ের সঙ্গে দেশের বাইরেও বাংলা ছবি খুব ভাল ফল করছে। আগামী দিনে আমরা আরও ভাল কাজ করতে চাই।’’
লক্ষণীয়, ১৭টি ছবিতে লোকেশন হিসেবে লন্ডন গুরুত্বপূর্ণ। অভিনেতারাও সেখানে বিভিন্ন কম্বিনেশনে ঘুরেফিরে এসেছেন। পরিচিত মুখেদের সঙ্গে অপেক্ষাকৃত নতুন অভিনেতা এবং পরিচালকেরাও রয়েছেন। বাংলা ছবির ব্যবসা নিয়ে যেখানে নানা কথা শোনা যাচ্ছে, সেখানে একগুচ্ছ ছবির ঘোষণা কেন? প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার হিমাংশু ধানুকা বললেন, ‘‘গত কয়েক বছর ধরে একটু একটু করে পরিকল্পনা করেছি। কিন্তু শুরু থেকেই সিদ্ধান্ত নিই, যখন আসব তখন বড় আকারেই আমরা ফিরে আসব। আশা করছি, নানা স্বাদের ছবিগুলি দর্শকের পছন্দ হবে।’’
গত কয়েক বছরে ‘হাওয়া বদল’ ছবিটির সিকুয়েল ঘিরে দর্শকের মধ্যে কৌতূহল রয়েছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে ‘আবার হাওয়া বদল’। মুখ্য চরিত্রে পরমব্রত ছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ এবং রাইমা সেন। এ ছাড়াও পরমের পরিচালনায় আসছে সাইকোলজিক্যাল থ্রিলার ‘এখানে অন্ধকার’। পরমব্রতের সঙ্গেই এই ছবিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং পায়েল সরকার।
কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালনা করেছেন ‘আমি আমার মতো’। বাবা-ছেলের সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, জীতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তালিকায় রয়েছে পরিচালক মৈনাক ভৌমিকের ‘গৃহস্থ’। এই সাইকোলজিক্যাল থ্রিলারে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী। অন্য দিকে, শান্তিলাল মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে পরিচালক রাজা চন্দ তৈরি করেছেন ‘চন্দ্রবিন্দু’ ছবিটি। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের থ্রিলার ‘অপরিচিত’তে রয়েছেন অনির্বাণ, ঋত্বিক এবং ইশা সাহা।
গত বছর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রসংশিত হয় সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘রবীন্দ্র কাব্য রহস্য’ ছবিটি। মুখ্য চরিত্রে ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াংশু চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী। ছবিটি মুক্তি পাবে আগামী বছর মে মাসে। এ ছাড়াও সায়ন্তন পরিচালনা করেছেন আরও দু’টি ছবি— গোয়েন্দা ছবি ‘সরলাক্ষ হোমস্’-এর মুখ্য চরিত্রে ঋষভ বসু। অন্য দিকে পরিচালকের রোম্যান্টিক ছবি ‘ভালবাসি তোকে ভালবেসে’। ছবিতে ঋষভের বিপরীতে রয়েছেন রাজনন্দিনী পাল।
তালিকায় পাঁচটি ছবি রয়েছে পরিচালক অংশুমান প্রত্যুষের। ছবিগুলি হল ‘আপনজন’ (অভিনয়ে জীতু ও পায়েল), ‘স্যান্টা’ (অভিনয়ে অঙ্কুশ, ঐন্দ্রিলা, অনির্বাণ), ‘অন্নপূর্ণা’ (অভিনয়ে অনন্যা চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়), ‘বাবু সোনা’ (অভিনয়ে জীতু ও শ্রাবন্তী) এবং ‘উড়নছু’ (অভিনয়ে অলোকনন্দা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, মানসী সিংহ, দর্শনা বণিক, সৌরসেনী মৈত্র, রাজনন্দিনী)।
এ ছাড়াও তিনটি ছবি পরিচালনা করেছেন রবীন্দ্র নাম্বিয়ার। ‘তবুও ভালবাসি’তে রয়েছেন আরিয়ান ও দেবত্তমা সাহা। ‘যদি এমন হতো’ ছবির কেন্দ্রে শন ভট্টাচার্য, দিতিপ্রিয়া রায় এবং ঋষভ। অন্য দিকে ‘ডিয়ার ডি’ ছবিতে মা-মেয়ের চরিত্রে রয়েছেন যথাক্রমে শ্রাবন্তী ও দিতিপ্রিয়া।
একসঙ্গে ১৮টি ছবির ঘোষণা টলিপাড়ার পক্ষে অবশ্যই গুরুত্বপূর্ণ। ছবিগুলো দর্শকের মন জয় করতে পারে কি না, এখন সেটাই জানার অপেক্ষা।