(বাঁ দিকে ) ঋষি সুনক (ডান দিকে) সোনম কপূর ছবি : সংগৃহীত।
সম্প্রতি উইন্ডসর রাজপ্রাসাদে রাজা চার্লসের সেই রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কপূর। সারা বিশ্বের বহু নামজাদা তারকার মধ্যে সোনম ছিলেন অন্যতম। এ বার সোনমের কাছে আমন্ত্রণ পৌঁছল ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। ১০ ডাউনিং স্ট্রিটে ঋষি সুনকের বাসভবনে আয়োজন করা হয়েছে ‘ইন্ডিয়া-ইউকে উইক’র অনুষ্ঠান। সেখানেই ডাক পেলেন সোনম।
২৬ থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম ফ্ল্যাগশিপ ইভেন্ট। ওই অনুষ্ঠানে বিশ্বে ভারতীয় সংস্কৃতির প্রভাব সম্পর্কিত বিষয়ে মতপ্রকাশ করবেন অভিনেত্রী। ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ অহুজার সঙ্গে সাত পাক ঘোরেন সোনম। আনন্দ লন্ডন নিবাসী হওয়ায় বিয়ের পর সেখানে যাতায়াত অনেক বেড়েছে অভিনেত্রীর। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে সে দেশেই পাকাপাকি ভাবে থাকছেন সোনম। তাই এই মুহূর্তে সে দেশের রাজ পরিবার থেকে শুরু করে প্রধানমন্ত্রী সঙ্গে ওঠাবসা বেড়েছে সোনমের।
২০২০ সালে নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’-তে শেষ দেখা গিয়েছিল সোনমকে। অন্তঃসত্ত্বা হওয়ার পর কাজ থেকে দীর্ঘ বিরতি নেন সোনম। পুত্র বায়ুর জন্মের পর তাঁর প্রথম ছবি ‘ব্লাইন্ড’-এর মাধ্যমে কাজে ফিরছেন তিনি। ছবির পরিচালক শোম মাখিজা। বিয়ের পর দীর্ঘ বিরতি নেওয়াই তাঁর জীবনের ‘সেরা সিদ্ধান্ত’ বলে জানিয়েছিলেন সোনম।