‘বিখ্যাত’ সাট্টা বাজার ফলোদী এ বার দিল্লির বিধানসভা ভোটের ফল নিয়ে কী ‘পূর্বাভাস’ দিচ্ছে? —প্রতিনিধিত্বমূলক চিত্র।
দিল্লির বিধানসভা নির্বাচনে কোন দল জয়ী হতে চলেছে, তা জানা যাবে আগামী ৮ ফেব্রুয়ারি। তবে তার প্রায় এক মাস আগেই দিল্লি ভোটের সম্ভাব্য ফলাফল জানিয়ে দিচ্ছে ‘ভারতবিখ্যাত’ ফলোদীর সাট্টা বাজার। বিখ্যাত এই কারণে যে, এই সাট্টা বাজারের রাজনৈতিক পূর্বাভাস অধিকাংশ ক্ষেত্রেই বাস্তব ফলের সঙ্গে মিলে যায়।
ফলোদীর সাট্টা বাজার জানাচ্ছে, এ বারেও দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হতে চলেছে আম আদমি পার্টি (আপ)। তবে গত দু’টি নির্বাচনে যে নিরঙ্কুশ আধিপত্য দেখিয়ে অরবিন্দ কেজরীওয়ালের দল জয়ী হয়েছিল, এ বার তেমন হওয়ার সম্ভাবনা নেই বলে তাদের পূর্বাভাস। বরং কান ঘেঁষে গুলি বেরোনোর মতো অবস্থা হতে পারে তাদের। অন্য দিকে, গত দু’টি বিধানসভা নির্বাচনে যথাক্রমে ৩ এবং ৮টি আসনে জয়ী হওয়া বিজেপি নাকি এ বার আপের খাসতালুকেও পদ্ম ফোটাতে পারে। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে শূন্য হাতে ফেরা কংগ্রেস এ বার তিনটি আসন পেয়ে দিল্লি বিধানসভায় প্রবেশাধিকার পেতে পারে বলেও দাবি করা হয়েছে।
সাট্টা বাজারের হিসাব অনুযায়ী, ৭০ আসনের দিল্লি বিধানসভায় আপ পেতে পারে ৩৭ থেকে ৩৯টি আসন। গত বিধানসভায় তারা পেয়েছিল ৬২টি আসন। বিজেপি পেতে পারে ২৫ থেকে ৩৫টি আসন। ২০২০ সালের বিধানসভা ভোটে মাত্র আটটি আসন পেয়েছিল পদ্মশিবির। আপের খাসতালুক দখল করার পাশাপাশি কেজরীওয়ালদের ভোটব্যাঙ্কেও মোদী-শাহের দল থাবা বসাতে চলেছে বলে মত ওই সাট্টা বাজারের কেউকেটাদের।
ফলোদী রাজস্থানের ছোট একটি শহর। জোধপুর থেকে সড়কপথে এর দূরত্ব ১৪২ কিলোমিটার। ফলোদী মূলত প্লাস্টার অফ প্যারিস কারখানার জন্য বিখ্যাত। তবে তার চেয়েও বিখ্যাত সাট্টা বাজারের জন্য। ভারতে বহু সাট্টা বাজার থাকলেও ফলোদীর গুরুত্ব এখানেই যে, এই সাট্টা বাজারেই রাজনৈতিক পূর্বানুমান করে অর্থ বিনিয়োগ করা হয়। লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কোনও দলের জয় বা পরাজয়ের সম্ভাবনা কতটা, তা যাচাই করে নিয়েই এই বিনিয়োগ হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই পূর্বাভাস মিলেও যায়। ২০১৪ আর ২০১৯ সালের লোকসভা ভোটের আগে এই ফলোদীর সাট্টা বাজারই জানিয়েছিল, কংগ্রেস ৭০টি আসনও পাবে না। বাস্তবে হয়েওছিল তাই। ২০২৪ সালের লোকসভা ভোটের ফল আবার মেলাতে পারেনি এই সাট্টা বাজার।
এই সাট্টা বাজারের ফলাফলের কোনও বৈজ্ঞানিক ভিত্তি বা ব্যাখ্যা নেই। কোনও ভাবেই এটা জনমত সমীক্ষা নয়। তবুও ফলোদীর সাট্টা বাজারে কোন দলের দর ঊর্ধ্বমুখী আর কারই কদর কম, সে দিকে সজাগ নজর থাকে সকলের। প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি এক দফাতেই দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোট। ফলপ্রকাশ ৮ ফেব্রুয়ারি।