Sonali Bendre

Cancer in Bollywood: ক্যানসারে বিধ্বস্ত দিনগুলোর কথা মনে করলেন মৃত্যুঞ্জয়ী সোনালি বেন্দ্রে ও তাহিরা কশ্যপ

কেমন আছেন সোনালি বেন্দ্রে এবং তাহিরা কশ্যপ?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৩:৫৩
সোনালি বেন্দ্রে ও তাহিরা কশ্যপ

সোনালি বেন্দ্রে ও তাহিরা কশ্যপ

রবিবার ছিল ক্যানসার জয়ীদের দিবস। ৩ বছর আগে ফিরে গেলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। না, সেই ভয়াবহ অভিজ্ঞতাকে সামনে আনেননি তিনি। এনেছেন মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠার স্মৃতিকে। ২০১৮ সালে মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনালি। নিউইয়র্কে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন। ক্যানসার তাঁকে হারাতে পারেনি।

সে সময়ের একটি ছবি তুলে আনলেন সামনে। পোস্ট করলেন নেটমাধ্যমে। একইসঙ্গে বর্তমান সোনালির ছবি দিতেও ভুললেন না তিনি। কোথাও যেন তুলনা করলেন তখন আর এখনের মধ্যে। বাঁ দিকের ছবিতে দেখা যাচ্ছে, কেমোথেরাপির পরে মাথার চুল পড়ে গিয়েছে সোনালির। শুয়ে রয়েছেন হাসপাতালের শয্যায়। ক্যানসারে বিধ্বস্ত তিনি। কিন্তু ডান পাশে দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সেই মানুষই। সেজেগুজে ছোট চুলে অভিনেত্রী। ক্যানসারকে জয় করেছেন এই সোনালি। সুস্থ, স্বাভাবিক জীবন যাপন তাঁর।

Advertisement

ছবির নীচে তিনি জানিয়ে দিলেন, ক্যানসার রোগ দিয়ে নিজের সংজ্ঞা তৈরি করতে চান না তিনি। লিখলেন, ‘কত সময় পেরিয়ে গিয়েছে। পিছনের দিকে তাকালে আমি শক্তি, ক্ষমতা, সাহসের চেহারা দেখতে পাই। দুর্বলতাও দেখতে পাই। কিন্তু সব থেকে বেশি দৃশ্যমান, বাঁচার ইচ্ছাশক্তি’। অভিনেত্রীর পরামর্শ, ‘তুমি যে জীবন বেছে নেবে, সেটা তৈরি করবে তুমিই। তাই ভবিষ্যতের কথা না ভেবে প্রতি দিনের সমস্যাকে প্রতি দিন অতিক্রম করো’।

তাহিরা কশ্যপ

তাহিরা কশ্যপ

একই দিনে অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কশ্যপও নিজের একটি ছবি পোস্ট করলেন। ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত তাঁর লড়াই চলেছে স্তনের ক্যানসারের বিরুদ্ধে। অস্ত্রোপচার হয়েছিল সেই সময়ে। এখন তিনি সুস্থ। কশ্যপের ইনস্টাগ্রামে একটি ছবিতে দেখা যাচ্ছে, নগ্ন দেহ তাঁর। ক্যামেরার দিক থেকে পিছন ফিরে বসে রয়েছেন। বুকের দিক থেকে পিঠের খানিক অংশে অস্ত্রোপচারের কাটা দাগ। লিখেছেন, ‘নিজের দাগ নিয়ে কখনও লজ্জা পাওয়া উচিত নয়। সবারই দাগ রয়েছে। কিছু দেখা যায়, কিছু অদৃশ্য’।

Advertisement
আরও পড়ুন