Sam Konstas

শাস্তির সম্ভাবনা কনস্টাসেরও! ধাক্কাধাক্কি নয়, অন্য কী ভুল করেছেন অসি ওপেনার

অভিষেক টেস্টে ৬০ রান করে নজর কেড়েছেন স্যাম কনস্টাস। আউট হওয়ার পর একটি ভুল করে ফেলেছেন কনস্টাস। ফলে শাস্তি পেতে পারেন ১৯ বছরের ব্যাটার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ২০:০৯
cricket

আউট হওয়ার পরে সাজঘরে ফিরছেন স্যাম কনস্টাস। বৃহস্পতিবার মেলবোর্নে। ছবি: পিটিআই।

মেলবোর্নে স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে শাস্তি পেয়েছেন বিরাট কোহলি। তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে। এ বার শাস্তি পেতে পারেন কনস্টাসও। না, কোহলির সঙ্গে ধাক্কাধাক্কির জন্য নয়। অন্য একটি ভুল করে ফেলেছেন ১৯ বছর বয়সি ক্রিকেটার।

Advertisement

অভিষেক টেস্টে ৬৫ বলে ৬০ রান করে নজর কেড়েছেন কনস্টাস। তার মধ্যে বুমরার এক ওভারে ১৮ রান নিয়েছেন তিনি। একের পর এক ‘র‌্যাম্প’ শট ও ‘রিভার্স স্কুপ’ খেলেছেন। কিন্তু আউট হওয়ার পরেই একটি ভুল করে ফেলেছেন কনস্টাস। আউট হওয়ার পরে তাঁকে দেখা যায়, গ্যালারির কাছে গিয়ে দর্শকদের সঙ্গে নিজস্বী তুলছেন। সইও বিলিয়েছেন। সেখানেই ভুল করেছেন কনস্টাস।

আইসিসির নিয়ম অনুযায়ী, অনুমতি না নিয়ে খেলা চলাকালীন কোনও ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়াল নিজের এলাকা ছাড়তে পারেন না। নিয়মে বলা হয়েছে, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্দিষ্ট এলাকার বাইরে কাউকে যেতে হলে অ্যান্টি-কোরাপশান ম্যানেজার বা দুর্নীতি দমন আধিকারিকের কাছ থেকে অনুমতি নিতে হবে তাঁকে। যদি দুর্নীতি দমন আধিকারিক সেই সময় না থাকেন তা হলে দলের ম্যানেজার বা ম্যাচ রেফারির কাছ থেকে অনুমতি নিতে হবে। তিনি দুর্নীতি দমন আধিকারিককে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি জানাবেন।

শুধু তা-ই নয়, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্দিষ্ট এলাকার মধ্যে মোবাইল বা ওই জাতীয় কোনও মাধ্যম নিয়ে আসা যাবে না যাতে ইন্টারনেট রয়েছে। কনস্টাস দর্শকদের সঙ্গে নিজস্বী তুলেছেন। নির্দিষ্ট এলাকার বাইরে বার হয়েছেন তিনি। এই কাজ করে আইসিসির নিয়ম ভেঙেছেন কনস্টাস। তাই তাঁকে শাস্তি দেওয়া হতে পারে। তবে এ ক্ষেত্রেও হয়তো শুধু আর্থিক জরিমানা করা হবে অসি ক্রিকেটারকে।

Advertisement
আরও পড়ুন