—ফাইল চিত্র।
শীতে অনেকেই বাড়ির বারান্দায় বা ছাদে রঙিন ফুলের গাছ বসান। বাহারি পাতার গাছও নার্সারি থেকে কিনে আনেন অনেকে। কিন্তু যে চারাগাছ নার্সারি থেকে কিনে আনছেন, তা কতটা ভাল আছে, দ্রুত নষ্ট হয়ে যাবে কি না বুঝবেন কী করে? সহজ কয়েকটি পরীক্ষা করে দেখতে পারেন।
১। গাছ কেনার সময়ে দেখে নিন, সেটি তরতাজা কি না। যদি দেখেন তাজা ভাব নেই, সামান্য নেতিয়ে রয়েছে, তা হলে না নেওয়াই ভাল।
২। চারাগাছ ভাল কি না তা বোঝার অন্যতম উপায় হল গোড়া দেখে নেওয়া। গাছের গোড়া যদি মাটিকে শক্ত ভাবে আঁকড়ে রাখে তবে বুঝতে হবে ভাল।
৩। অনেক ক্ষেত্রেই নতুন পোঁতা চারা গাছকে পুরনো বলে চালিয়ে দেওয়া হয়। তাই কেনার সময় গাছের ডাল ধরে আলতো করে ঝাঁকিয়ে দেখুন গোড়ায় শক্ত মাটি থাকলে ভাল। কিন্তু যদি নতুন মাটিতে বসানো হয়, তবে সহজেই খুলে আসবে।
৪। কেনার আগে চারাগাছের উচ্চতা মেপে নিন। ২ থেকে ৩ ফুটের উচ্চতার হলে ভাল।কারণ, ওই উচ্চতার চারাগাছ টবে হোক বা মাটিতে, যে কোনও জায়গায় সহজে মানিয়ে নিতে পারে।
৫। নার্সারিতে ফুল ফোটা গাছ দেখলে অনেকেই সেগুলি বেছে নেন। তবে গাছে ফুল আছে মানেই গাছ ভাল অবস্থায় রয়েছে এমন নয়। তাই ফুল দেখে ভুলবেন না।