June Aunty

June Aunty: পর্ন তারকা জনি সিন্সের সঙ্গে ‘জুন আন্টি’ তথা ঊষসীর তুলনা নেটমাধ্যমে!

প্রযুক্তির কায়দা না বুঝে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘জুনের মাথায় টাক কবে হল’?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১২:০৭
পর্ন তারকা জনি সিন্স এবং ‘জুন আন্টি’

পর্ন তারকা জনি সিন্স এবং ‘জুন আন্টি’

প্রায় প্রতি দিনই স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিকের চর্চা হয় নেটপাড়ার দেওয়ালে দেওয়ালে। কখনও বিতর্ক, কখনও সমালোচনা, কখনও নিছক উপহাস। আবার কখনও ধারাবাহিকের চরিত্রদের নিয়ে কাটাছেঁড়া। সেই ধারাবাহিকের তথাকথিত খলনায়িকা ‘জুন আন্টি’ হল নেটাগরিকদের নয়নের মণি। কোনও না কোনও উপায়ে জুন তথা উষসী চক্রবর্তীকে নিয়ে মিম বানিয়ে ফেসবুকের দেওয়ালে বসাতে পারলেই ব্যস। কেল্লা ফতে! সম্প্রতি ফেসবুকে জনৈক নেটাগরিকের পোস্টে দেখা গিয়েছে নয়া মিম।

নেটাগরিক তাঁর ফেসবুক পোস্টে এক মহিলার ছবি দিয়েছেন। যাঁর মাথায় কোনও চুল নেই। সেই পোস্টে নেটাগরিক লিখেছেন ‘এটা কে? কেউ চিনতে পারলে’? প্রযুক্তির সাহায্যে ঊষসীর ছবি বিকৃত করে বসানো হয়েছে সেখানে।

Advertisement
জুনের ছবি নিয়ে কাটাছেঁড়া।

জুনের ছবি নিয়ে কাটাছেঁড়া।

মন্তব্য বাক্সে বহু নেটাগরিক নানা রকমের মন্তব্য করেছেন। কেউ জুনের নাম দিয়েছেন, ‘জুলাই আঙ্কেল’। কারও মতে সে ‘জুন দাদু’। কেউ আবার পর্ন তারকা জনি সিন্সের সঙ্গেও তুলনা করেছেন। নাম রেখেছেন ‘জুনি সিন্স’। কেউ কেউ আবার প্রযুক্তির কায়দা না বুঝে প্রশ্ন তুলেছেন যে, ‘জুনের মাথায় টাক কবে হল’?

দিন দিন জুনের জনপ্রিয়তা বাড়ছে নেটমাধ্যমে। মাঝে মধ্যেই জুনকে নিয়ে বিভিন্ন ধরনের মিম যেন লকডাউনের কর্মহীনতার দিকেই ইঙ্গিত করছে।

Advertisement
আরও পড়ুন