farhan akhtar

Shibani-Farhan: দ্বিতীয় বিয়ের পরেই স্ত্রীর নামের পাশে নিজের পদবী জুড়তে বললেন ফারহান?

শিবানীর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম এখন ‘শিবানী দান্ডেকর-আখতার’। অনুরাগী মহলের প্রশ্ন দ্রুত পদবীতে স্বামী নাম যোগ কি ফারহানের জন্য? নাকি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন শিবানী? শনিবারই বিয়ে সেরেছেন অভিনেতা পরিচালক ফারহান এবং গায়িকা শিবানী। তার পরেই এই বদল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪১
শিবানী-ফারহান

শিবানী-ফারহান

দন্ডেকরের পাশে যোগ হল আখতার। ফারহানকে বিয়ের পরেই তাঁর পদবী যোগ করলেন শিবানী।
শিবানীর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম এখন ‘শিবানী দান্ডেকর-আখতার’। অনুরাগী মহলের প্রশ্ন দ্রুত পদবীতে স্বামী নাম যোগ কি ফারহানের জন্য? নাকি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন শিবানী?
শনিবারই বিয়ে সেরেছেন অভিনেতা পরিচালক ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর। বিয়ের পর মঙ্গলবার তাঁরা প্রথম জনসমক্ষে আসেন। মিডিয়ার জন্য দাঁড়িয়ে ছবিও তোলেন। সোনালি রঙের পঞ্জাবি, জওহর কোর্টে দেখা গিয়েছে ফারহানকে। নববধূ শিবানীও বেইজ রঙের কাজ করা শাড়ি পড়েছিলেন, কানে ও গলায় ছিল মানানসই বিয়ের গয়না।

ফারহানের খান্ডালার ফার্মহাউজেই বসেছিল বহুল চর্চিত বিয়ের আসর। একে অপরের সঙ্গে শপথ গ্রহণ করেছেন শিবানী ও ফারহান।

Advertisement
শিবানীর ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম

শিবানীর ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম

ছেলের বিয়েতে উপস্থিত অতিথিদের কবিতা পাঠ করে শোনান জাভেদ আখতার। জানা যাচ্ছে, এই বিশেষ অনুষ্ঠানের জন্য বিশেষ কবিতা লিখেছেন তিনি।

এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন জাভেদ পুত্র ফারহান আখতার। দুই সন্তানের বাবাও তিনি। প্রাক্তন স্ত্রী অধুনা ভবানীকে ডিভোর্স দিয়ে বর্তমানে শিবানী দান্ডেকরকে বিয়ে করলেন তিনি। ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় ফারহান ও অধুনার।

Advertisement
আরও পড়ুন