farhan akhtar

Farhan Akhtar-Shibani Dandekar: বিয়ের পর প্রথম প্রকাশ্যে, পাপারাৎজিদের মিষ্টিমুখ করালেন ফারহান-শিবানী

১৯ ফেব্রুয়ারি খন্ডালায় ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে একে অপরের নামে শপথ নিয়ে বিয়ে করেছেন ফারহান-শিবানী।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৩
নবদম্পতি ফারহান-শিবানী

নবদম্পতি ফারহান-শিবানী

গায়ে এখনও বিয়ের গন্ধ লেগে। দম্পতি হিসেবে সোমবার প্রথম সকলের সামনে ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর। পাপারাৎজির ক্যামেরায় ধরা দিলেন তাঁরা।

ফারহান পরেছিলেন সোনালি রঙের পাঞ্জাবি এবং জওহর কোট। নববধূ শিবানী সেজে উঠেছিলেন বেইজ রঙের এমব্রয়ডারি শাড়িতে। তাঁর কানে এবং গলায় মানানসই ভারী গয়না। হাতে একাধিক অলঙ্কার। দু’জনের মুখেই ঝলমলে হাসি। শুভ কাজের পর পাপারাৎরাজিকেও মিষ্টি মুখ করিয়েছেন তাঁরা।

Advertisement

১৯ ফেব্রুয়ারি খন্ডালায় ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে একে অপরের নামে শপথ নিয়ে বিয়ে করেছেন ফারহান-শিবানী। পরিবার-পরিজনদের সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন হৃতিক রোশন এবং রিয়া চক্রবর্তীর মতো তারকারা। বিশেষ দিনে লাল রঙের গাউনে সেজেছেন শিবানী। নিজের জন্য কালো স্যুট প্যান্ট বেছে নিয়েছিলেন ফারহান। নাচগান থেকে খাওয়াদাওয়া— তালিকা থেকে বাদ পড়েনি কিছুই।

Advertisement
আরও পড়ুন