Pakistani Actress On Shah Rukh Khan

শাহরুখ দেখতে খারাপ, অভিনয়টাও জানেন না, পাকিস্তানি অভিনেত্রীর মন্তব্যে হুলস্থুল

শাহরুখ অভিনয় জানেন না, সুদর্শনও নন। পাকিস্তানি অভিনেত্রীর মন্তব্যে তোলপাড় নেটপাড়া।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৩:৫১
(বাঁ দিকে) শাহরুখ খান। মাহ্‌নুর বালোচ (ডান দিকে)।

(বাঁ দিকে) শাহরুখ খান। মাহ্‌নুর বালোচ (ডান দিকে)। ছবি : সংগৃহীত।

ভারতে তাঁর জনপ্রিয়তা যতটা, ততটাই তিনি জনপ্রিয় প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে। সে দেশের অভিনেত্রী মাহিরা খানকে নিজের ছবি ‘রইস’-এ সুযোগ দেন। তার পর থেকেই সর্বক্ষণ শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। তবে এ বার শাহরুখ নিয়ে মন্তব্য করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহ্‌নুর বালোচ। তাঁর মত, শাহরুখ না জানেন অভিনয়, না তো দেখতে ভাল। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই অভিনেত্রী কটাক্ষের শিকার নেটপাড়ায়।

Advertisement

পাকিস্তানের একটি শো-এ সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী শাহরুখ প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘শাহরুখ ভাল ব্যবসায়ী, নিজের প্রচারটা করতে পারেন ভাল করে। তাই বলে তিনি ভাল অভিনেতা একেবারেই নন।’’ পাশাপাশি অভিনেত্রী তাঁর মন্তব্যে এটাও স্পষ্ট জানান, শাহরুখ খানের ব্যক্তিত্ব নাকি তারিফ করার মতো। তবে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করলে তিনি শেষের দিকেই থাকবেন। মাহ্‌নুরের কথায়, ‘‘ওঁর ব্যক্তিত্বও এমনই যে, ওঁকে দেখতে সুন্দর লাগে। ওঁর মধ্যে এমন কিছু গুণ রয়েছে, যা বহু সুন্দর দেখতে মানুষের মধ্যে পাওয়া যায় না। তাই তাঁদের কেউ খেয়ালও করে না।’’

এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। ক্ষোভে ফেটে পড়েছেন শাহরুখ-অনুরাগীরা। কেউ বলেছেন, ‘‘কী সব ভুলভাল কথা বলছেন! শাহরুখ যেমন ভাল অভিনেতা, সেই সঙ্গে তিনি এক জন কিংবদন্তি।" কারও মতে, ‘‘আমার মনে হয়, শাহরুখের নাম ব্যবহার করে আপনি প্রচারের আলোয় আসতে চাইছেন।’’ অন্য এক অনুরাগী লেখেন, ‘‘আর যাই হোক, শাহরুখ কাউকে নিয়ে এই ধরনের মন্তব্য করেন না। আপনার থেকে মানুষ হিসেবে তিনি ভাল।’’

Advertisement
আরও পড়ুন