Celeb Gossip

রণবীরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন না দীপিকা! দম্পতির বিচ্ছেদের জল্পনায় মেতেছে বলিউড

অতীতে একাধিক বার রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছে। প্রত্যেক বারই সেই গুঞ্জনকে ভুল প্রমাণিত করেছেন এই দম্পতি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৩:০৮
Image of Ranveer Sing And deepika padukone.

(বাঁ দিকে) রণবীর সিংহ। দীপিকা পাড়ুুুকোন (ডান দিকে) ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার ছিল রণবীর সিংহের ৩৮তম জন্মদিন। বিশেষ দিনে ইন্ডাস্ট্রির বন্ধুবর্গ থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভেসেছেন অভিনেতা। কিন্তু অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে অন্য একটি বিষয়। অনুরাগীরা অপেক্ষা করছিলেন দীপিকার শুভেচ্ছাবার্তার। কিন্তু জন্মদিন পেরিয়ে গেলেও বাজিরাওকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানাননি পর্দার মস্তানি! ফলে বলিপাড়ার অন্দরে শুরু হয়েছে নতুন জল্পনা। তা হলে কি বলিউডের প্রথম সারির এই দম্পতির সমীকরণে সমতা নেই?

Advertisement

সাধারণত সমাজমাধ্যমে দীপিকা বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে চাইলেও মাঝেমধ্যেই অনুরাগীদের জন্য কিছু মুহূর্ত ভাগ করে নেন তিনি। যেমন সম্প্রতি, অভিনেত্রী হলুদ ট্যাক্সিতে সফরের ভিডিয়ো পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। এমনকি অন্য একটি পোস্টে দীপিকা তাঁর খাবারের ছবিও ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। কিন্তু তিনিই স্বামীর জন্মদিনে তাঁকে প্রকাশ্যে শুভেচ্ছাবার্তা না জানানোয় সিঁদুরে মেঘ দেখছেন অনুরাগীদের একাংশ। টুইটারে এক অনুরাগী লিখেছেন, ‘‘রণবীরের জন্মদিনে সারা দিন ধরে দীপিকার শুভেচ্ছাবার্তার জন্য অপেক্ষা করলাম।’’ আবার দীপিকার উদ্দেশে কারও প্রশ্ন, ‘‘নিজের স্বামীর জন্মদিনটা কী ভাবে ভুলে গেলেন?’’

অবশ্য এর আগেও একাধিক বার দীপিকা-রণবীরের বিচ্ছেদের জল্পনা ছড়িয়েছে বলিউডে। এক বার ইন্ডাস্ট্রির এক পার্টিতে রণবীর তাঁর হাত ধরতে গেলে দীপিকা এগিয়ে যান। সেই ভিডিয়ো ভাইরাল হতেই গুজব ছড়িয়েছিল। আবার সম্প্রতি, ভুটানে ঘুরতে গিয়েছিলেন দীপিকা। সেখানে তাঁর পরিবার থাকলেও নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মধ্যে রণবীরকে দেখা যায়নি। কিন্তু গুজব ছড়ালেও প্রত্যেক বারই নিন্দকদের ভুল প্রমাণিত করেছেন এই দম্পতি।

বৃহস্পতিবার রণবীরের জন্মদিনে অভিনেতার উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন কর্ণ জোহর। ‘রকি অউর রানি...’-র শুটিং ফ্লোরের কিছু ছবি পোস্ট করে কর্ণ লেখেন, ‘‘আজকে রকি দিবস। প্রকৃতির এই অফুরান শক্তিকে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের গল্পে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য ধন্যবাদ।’’ আলিয়া ভট্টও ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রণবীরকে। শুধু বাদ রয়ে গেলেন দীপিকা।

চলতি মাসেই মুক্তি পাবে রণবীর অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। অন্য দিকে দীপিকা এখন ‘ফাইটার’ এবং ‘প্রোজেক্ট কে’ ছবি দু'টি নিয়ে ব্যস্ত।

Advertisement
আরও পড়ুন