Aryan Khan

ফাঁড়া কাটেনি আরিয়ানের, এখনও শাহরুখ-পুত্রের গতিবিধির উপর নজর রাখছেন সমীর ওয়াংখেড়ে!

বর্ষবরণের রাতে পানশালা থেকে বেরোনোর সময় আরিয়ানের পা ছিল টলমল। সেই ভিডিয়ো নজরে পড়েছে সমীরের। এই প্রসঙ্গে কী বললেন প্রাক্তন এনসিবি কর্তা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪
আরিয়ানের উপর নজর রাখছেন সমীর! Aryan K

আরিয়ানের উপর নজর রাখছেন সমীর! Aryan K ছবি: সংগৃহীত।

২০২১ সালে দেশ জুড়ে চর্চার বিষয় ছিল আরিয়ান খানের কারাবাস। মাদক মামলায় গ্রেফতার করা হয় শাহরুখ-পুত্র আরিয়ানকে। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁকে। মাসখানেক সংশোধনাগারেই কাটাতে হয় আরিয়ানকে। গোটা ঘটনার কান্ডারি ছিলেন তৎকালীন এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) কর্তা সমীর ওয়াংখেড়ে। এই ঘটনার পর কিছুটা সময় অন্তরালেই ছিল শাহরুখের পরিবার। হাজার প্রশ্ন ছিল বাদশাহের কাছে, তবে নীরব ছিলেন অভিনেতা। নির্দোষ প্রমাণ হওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরেছেন আরিয়ান। আজকাল বেশির ভাগ সময়ই পরিবারের সঙ্গে তাঁকে দেখা গেলেও বছরের শেষ দিনে বন্ধুবান্ধবের সঙ্গে পানশালায় পার্টি করতে যান আরিয়ান। মধ্যরাতে সেখানে থেকে বেরোনোর সময় আরিয়ানের পা ছিল টলমল। সেই ভিডিয়ো নজরে পড়েছে সমীরের। এই প্রসঙ্গে কী বললেন প্রাক্তন এনসিবি কর্তা?

Advertisement

বর্ষবরণের রাতে তারকাদের ছেলেমেয়েদের উদ্‌যাপন নিয়ে প্রশ্ন করা হয় সমীরকে। তিনি বলেন, “আমি ওই ব্যক্তিকে নিয়ে কোনও মন্তব্য করতেই চাই না। কিন্তু যদি আপনি ৩১ তারিখের কথা বলেন, তরুণদের এটা বোঝা উচিত বর্ষবরণ মানেই মাতাল হওয়া নয়। নিঃসন্দেহে মানুষ আনন্দ করবে। কিন্তু নিজের শরীরের ক্ষতি করে নয়।” পরে শাহরুখের সিগারেট ছাড়া প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সমীর সাফ বলেন,‘‘আমি কোনও এক্স-ওয়াই-জেডকে নিয়ে মন্তব্য করব না।”

Advertisement
আরও পড়ুন