Shah Rukh Khan

‘সকলে নমাজ পড়তে ব্যস্ত, ভয়াবহ পরিস্থিতিতে পড়েছিলেন শাহরুখ’, আজমের শরিফে কী হয়েছিল?

ভিড়ের মাঝখানে পড়েও, মাথা ঠান্ডা রেখেছিলেন শাহরুখ। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে পদক্ষেপ করতে হয়েছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৯:৩৫
Security consultant Yusuf Ibrahim shares a memorable experience with Shah Rukh Khan in Ajmer Sharif Dargah

আজমের শরিফে কী হয়েছিল শাহরুখের? ছবি: সংগৃহীত।

অজমের শরিফ দরগায় গিয়ে বিপাকে পড়েছিলেন শাহরুখ খান। বেশ কয়েক বছর আগের কথা। আইপিএল শুরুর আগে রাজস্থানে গিয়েছিলেন বলিউডের বাদশাহ। ঠিক তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Advertisement

রাজস্থানের অজমের শরিফে শাহরুখ আসছেন শুনেই সেখানকার মানুষ উত্তেজিত হয়ে পড়েছিলেন। সেই দিন শাহরুখের নিরাপত্তারক্ষীর ভূমিকা পালন করেছিলেন ইউসুফ ইব্রাহিম। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে সে দিনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। মানুষের এমন ঢল নেমেছিল যে ধাক্কা খেতে খেতে গাড়িতে উঠে পড়তে হয়েছিল শাহরুখকে।

ইউসুফ বলেছেন, “আইপিএলের সময়ে অজমের শরিফ দরগায় যেতে চেয়েছিলেন শাহরুখ স্যর। আমরা পৌঁছনোর পরে বুঝলাম, ভুল দিনে এসেছি। সে দিন ছিল শুক্রবার। সময় দুপুর সাড়ে ১২টা। নমাজ পড়ার সময়। শুক্রবার অবশ্য সারা দিনই ১০ থেকে ১৫ হাজার মানুষের ভিড় থাকে সেখানে।”

এমন দিনে অজমের শরিফ দরগায় পৌঁছে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েছিলেন শাহরুখ। নিরাপত্তারক্ষীর কথায়, “বহু মানুষের ঢল নেমেছিল। আমাদের ঠাঁয় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। লোকজন আমাদের ধাক্কা মারতে মারতেই দরগার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তার পরে ধাক্কা খেতে খেতেই আমরা নিজেদের গাড়িতে গিয়ে বসেছিলাম।”

ভিড়ের মাঝে পড়লেও, মাথা ঠান্ডা রেখেছিলেন শাহরুখ। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে পদক্ষেপ করতে হয়েছিল। ইউসুফ বলেছিলেন, “লোকজনকে সরানোর জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। খুবই উন্মাদনা ছিল সেই দিন। আমার জন্য এটা সারা জীবনের অভিজ্ঞতা। তবে এমন ধরনের পরিস্থিতিতে খুব শান্ত থাকেন শাহরুখ। তিনি জানেন, এখানে কারও ভুল নেই। ভক্তদের উচ্ছ্বাস মাত্র। তাই মাথা গরম করেন না শাহরুখ।”

Advertisement
আরও পড়ুন