সলমন খান। ছবি: সংগৃহীত।
প্রিয় তারকার জন্মদিনে তাঁর অনুরাগীরা হতাশ। ২৭ ডিসেম্বর শুক্রবার সলমন খানের জন্মদিন। বিশেষ দিনে অনুরাগীদের জন্য বিশেষ উপহার আসার কথা ছিল। কিন্তু তা হল না।
বৃহস্পতিবার ‘সিকন্দর’ ছবির নির্মাতারা ঘোষণা করেছিলেন যে, ভাইজানের জন্মদিনে তাঁরা তাঁর ছবির প্রথম ঝলক প্রকাশ করা হবে। কিন্তু বৃহস্পতিবার রাতে প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আগামী সাত দিন দেশে জাতীয় শোক পালিত হবে। এই আবহে তাই শুক্রবার নির্মাতারা ‘সিকন্দর’ ছবির টিজ়ার প্রকাশ করেননি।
শুক্রবার সমাজমাধ্যমে প্রযোজনা সংস্থা ‘নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন’-এর পক্ষ থেকে লেখা হয়েছে, ‘‘আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণকে মাথায় রেখে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ‘সিকন্দর’-এর টিজ়ার এ বার ২৮ ডিসেম্বর সকাল ১১টা ৭ মিনিটে প্রকাশ্যে আসবে। শোকের এই আবহে আমাদের মন দেশবাসীর সঙ্গেই রয়েছে। পাশে থাকার জন্য ধন্যবাদ।’’
সূত্রের খবর, ‘সিকন্দর’-এর প্রথম ঝলকের দৈর্ঘ্য ৮০ সেকেন্ড এবং সেখানে সলমনকে নতুন অবতারে দেখবেন দর্শক। এআর মুরুগাদস পরিচালিত এই অ্যাকশন ঘরানার ছবিটি ঘিরে অনুরাগীদের কৌতূহল সময়ের সঙ্গে বেড়েছে। ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দানা।নির্মাতাদের দাবি,অ্যাকশন ছবিতে সলমন নতুন অবতারে ধরা দেবেন। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য—বাজেটের ক্ষেত্রে কোনও খামতি রাখতে চাইছেন না তাঁরা।আগামী বছর ইদে মুক্তি পাবে‘সিকন্দর’।আপাতত অনুরাগীরা শনিবার ছবির প্রথম ঝলকের অপেক্ষায়।