দিল্লির লাড্ডু খেলেন কোন কোন তারকা? গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
‘হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না...’ অংশুমান রায়ের গাওয়া এই গান কেউ ভোলেননি। তা বলে বিয়ে না করলে চলে! অন্তত এক বার ‘দিল্লি কা লাড্ডু’ চেখে দেখাই উচিত। এই আপ্তবাক্য মেনে ২০২৪-এর শুরু থেকে শেষ সানাইয়ের সুরে মাতোয়ারা। আনন্দবাজার অনলাইনের তেমনই পাঁচ বিয়ে ফিরে দেখছে। ‘পাঁচে পঞ্চশর’ বলাই যায় একে।
খাতা খুললেন কাঞ্চন-শ্রীময়ী:
আইনি বিয়ে দিয়ে শুরু। প্রেম দিবস অর্থাৎ, ভ্যালেন্টাইন ডে-র দিনে কাগুজে বিয়ে সেরেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। লম্বা প্রেম সফর পেরিয়ে। কথা ছিল চলতি বছরের মার্চে বিয়ে সারবেন। সব্বাইকে চমকে দিয়ে তার আগেই সাত পাক শেষ! কানাঘুষো চলতে চলতেই শেষ প্রীতিভোজ। সে দিনের সেরা চমক, অনুষ্ঠান মঞ্চের বাইরে বড় করে লেখা, ‘সাংবাদিক, গাড়ির চালক, ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের প্রবেশ নিষেধ!’
বর বড় না কনে?
উত্তরটা সবাই জানেন। তার জন্য প্রেম বা পরিণয় কিছুই কিন্তু আটকায়নি। রাতুল মুখোপাধ্যায়-রূপাঞ্জনা মিত্র। ১৯ এপ্রিল রীতি মেনে বিয়ে তাঁদের। এই বিয়েতে রূপাঞ্জনা পাশে পেয়েছেন তাঁর একমাত্র সন্তান রিয়ানকে।
‘দিদিয়া’কে বিয়ে আদৃতের:
চমকানোর মতো কিছু নয়। বাস্তবে সত্যজিৎ রায় তাঁর মামাতো দিদি বিজয়া রায়কে বিয়ে করেছিলেন। টলিপাড়ার আদৃত রায় ‘দিদিয়া’কে বিয়ে করছেন। রসিকতা নয়, ধারাবাহিক ‘মিঠাই’য়ে তাঁর ‘দিদিয়া’ই ছিলেন কৌশাম্বী চক্রবর্তী। সেটেই উথালপাতাল প্রেম। ৯ মে ধুমধাম করে পরিণয়।
না না করেও হ্যাঁ বললেন শোভন-সোহিনী:
সোহিনী সরকার-শোভন গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী-গায়কের গাঁটছড়ার গপ্পো দারুণ রসালো। এক বার করে প্রেমের খবর রটেছে আর গায়ক দায়িত্ব নিয়ে তা নাকচ করেছেন। আবার তিনিই প্রেমের নানা মুহূর্তে সমাজমাধ্যমে ফাঁস করেছেন। পরে সে সবও নিজ দায়িত্বে মুছেছেন। বিদেশে আংটিবদল সেরেছেন। নায়িকা সাত পাক ঘোরার আগে শাঁখা পরে সেজেছেন। তার পর বহু প্রতীক্ষিত সেই দিন। ১৪ জুলাই খামারবাড়িতে দুই পরিবার, বন্ধুদের নিয়ে সপ্তপদী, সিঁদুরদান। বিয়ের বাসরে গানবাজনার আসর মন ভরিয়েছিল অনুরাগীদের।
হাসতে হাসতে বিয়ে রূপসার:
এটাই জেন জ়ি-র বৈশিষ্ট্য। অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ই বা বাদ যান কেন? পিঁড়িতে চেপে এসেছেন বিয়ের মণ্ডপে। শুভদৃষ্টি সেরেছেন হাসতে হাসতে। তাঁকে হাসতে দেখে উপস্থিত আমন্ত্রিতরাও হেসে লুটোপুটি। বর সায়নদীপ সরকার অবশ্য বৌয়ের কাণ্ড দেখে হাসবেন না লজ্জা পাবেন বুঝে উঠতে পারছিলেন না! শেষে তিনিও লাজুক হাসি হেসে যোগ দিয়েছেন সকলের সঙ্গে। যা-ই বলুন, আটপৌরে ভঙ্গিতে খয়েরি বেনারসি আর সোনার গয়নায় অভিনেত্রী কিন্তু লক্ষ্মীমন্ত।