Varun Dhawan

‘ওকে কী সুন্দর দেখতে, আমার দিকে কেউ তাকাবে না!’ সিদ্ধার্থকে কি হিংসে করতেন বরুণ?

সিদ্ধার্থ লম্বা ও সুপুরুষ। তাই নিজেকে নিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বরুণ ধওয়ান। সম্প্রতি সাক্ষাৎকারে নিজেই জানান অভিনেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৯:১০
Varun Dhwan reveals that once he used to feel insecure of Sidharth Malhotra

সিদ্ধার্থের জন্য নিরাপত্তাহীনতায় ভুগতেন বরুণ। ছবি: সংগৃহীত।

সিদ্ধার্থ মলহোত্রকে দেখে হীনম্মন্যতায় ভুগতে শুরু করেছিলেন। সিদ্ধার্থ লম্বা ও সুপুরুষ। তাই নিজেকে নিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন বরুণ ধওয়ান। সম্প্রতি সাক্ষাৎকারে নিজেই জানান অভিনেতা। কর্ণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ থেকে অভিনয়ের যাত্রা শুরু বরুণ ও সিদ্ধার্থের। হালফ্যাশনের সাজে দেখা গিয়েছিল দুই তরুণ অভিনেতাকে। প্রথম ছবিতেই মহিলা অনুরাগীদের মন জয় করেছিলেন দু’জনে। কিন্তু সিদ্ধার্থকে দেখে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন বরুণ।

Advertisement

বরুণ বলেন, “সিদ্ধার্থ লম্বা-চওড়া ছিল। ও খুবই সুদর্শন। ছবিতে দু’জন নায়ক। সেই সময় আমার মনে হয়েছিল, ওকে তো অপূর্ব সুন্দর দেখতে। দর্শক ওকেই শুধু দেখবে। আমার দিকে ফিরেও তাকাবে কি না সন্দেহ আছে।”

তবে শুধু বাইরের সৌন্দর্য নয়। বলিউডের স্বজনপোষণ (নেপোটিজ়ম) প্রসঙ্গ নিয়েও চিন্তায় ছিলেন বরুণ। ডেভিড ধওয়ানের পুত্র বলে হয়তো সহজেই কাজ পেয়ে গিয়েছেন। মানুষ হয়তো এমনই ভাববে, আশঙ্কা ছিল বরুণের। তাঁর কথায়, “স্বজনপোষণ নিয়ে নেতিবাচক আলোচনাও শুরু হয়ে গিয়েছিল তত দিনে। আমি কিন্তু কোনও পরিকল্পনা করে অভিনয় দুনিয়ায় আসিনি। আমি শুধু জানতাম, আমি কঠোর পরিশ্রম করেছি এবং আমি যথেষ্ট যোগ্য। কিন্তু কিছু মানুষ নেতিবাচক কথা বলেছিল। কিন্তু আমি লড়াই করে গিয়েছি। যা-ই হয়ে যাক, লড়াই চালিয়ে যেতে হবে।”

তবে একটা সময় নিন্দকদের মুখ বন্ধ হয়ে যায় বলে দাবি বরুণের। তাঁর কথায়, “একটা সময়ে আমার ছবিগুলো সফল হতে শুরু করে। তখন মানুষের মতামতেও বদল আসে।” সম্প্রতি মুক্তি পেয়েছে বরুণের ছবি ‘বেবি জন’। ক্যালিস পরিচালিত এই ছবিতে রয়েছেন ওয়ামিকা গব্বি ও কীর্তি সুরেশও।

Advertisement
আরও পড়ুন