Shahrukh Khan

Salman-Shah Rukh Khan: আদিত্য চোপড়ার আগামী ছবিতে জুটি বাঁধছেন সলমন-শাহরুখ?

আবারও একসঙ্গে সলমন, শাহরুখ। খুব তাড়াতাড়ি আগামী ছবির কাজ শুরু করবেন আদিত্য চোপড়া।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ২১:০৪
একসঙ্গে সলমন-শাহরুখ

একসঙ্গে সলমন-শাহরুখ

দুই খান আবারও একসঙ্গে। আগে বহু ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে। বহু বছর পর বড়পর্দায় একসঙ্গে আসতে চলেছেন শাহরুখ খান এবং সলমন খান। মুম্বই সংবাদ সংস্থার খবর অনুযায়ী আদিত্য চোপড়ার পরের ছবিতে জুটি বাঁধছেন দুই খান। শোনা যাচ্ছে দুই হিরোকেই অ্যাকশনে দেখবে দর্শক।

শাহরুখ এবং সলমন দু’জনকেই আগে দেখেছে দর্শক। বেশির ভাগ ছবিতে কখনও শাহরুখ, তো কখনও সলমন উপস্থিত হয়েছিলেন অতিথি শিল্পী হিসাবে। শেষ দুই নায়ককে একসঙ্গে দেখেছিল দর্শক ১৯৯৫-এ ‘করণ অর্জুন’ ছবিতে।

Advertisement

প্রায় ২৭ বছর পর বড়পর্দায় দু’জনকেই মুখ্য চরিত্রে দেখবে দর্শক। ইতিমধ্যেই চিত্রনাট্যের কাজ শুরু করে দিয়েছেন আদি। সব ঠিক থাকলে ২০২৩-এর শেষে কিংবা ২০২৪-এর প্রথমেই শুরু হবে ছবির শ্যুটিং।

আপাতত দু’জনের ঝুলিতেই একগুচ্ছ ছবি। এই বছর দু’টি ছবি মুক্তি পাবে শাহরুখের। সলমন-ক্যাটরিনার জুটির ‘টাইগার ৩’ মুক্তি পাবে এই বছরই। যে ছবিতে অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে শাহরুখকে। অন্য দিকে শাহরুখের ‘পাঠান’ ছবিতেও থাকছে চমক। টাইগার রূপে হাজির হবেন ভাইজান।

Advertisement
আরও পড়ুন