—প্রতীকী ছবি।
ঘুমিয়ে ঘুমিয়ে ১ হাজার চাকরির আবেদন পাঠালেন তরুণ। এক মাসের মধ্যেই ৫০টি চাকরির ইন্টারভিউয়ের ডাক পেলেন সেই ব্যক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দৌলতে অবাক করা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন সেই যুবক। তিনি এমন একটি এআই বট তৈরি করেছেন যা দিয়ে স্বয়ংক্রিয় ভাবে চাকরির সন্ধান করা সম্ভব হবে বলে দাবি করা হয়েছে। সম্প্রতি ‘রেডইট’ নামের সমাজমাধ্যমে নিজের উদ্ভাবনী অ্যাপ সম্পর্কে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, এই এআই বটটি দিয়ে প্রতিটি চাকরির বর্ণনার সঙ্গে মানানসই সিভি, কভার লেটার তৈরি করা যাবে সহজেই। কৃত্রিম মেধার সহায়তায় সেগুলি এমন ভাবে তৈরি করা হয়েছে যা নিয়োগকারীদের নজরে আসার সম্ভাবনা আরও বেশি করে বৃদ্ধি করবে বলে দাবি উদ্ভাবকের।
এই বটটি কোনও সাহায্য ছাড়াই কাজ করতে পারে। এমনকি নিয়োগকারীর থেকে কোনও প্রশ্ন এলে নিজে থেকেই তার উত্তর পাঠিয়ে দেবে এই এআই বটটি। কেউ চাইলে ঘুমিয়ে ঘুমিয়ে চাকরির আবেদন করতে পারেন এর সাহায্যে, দাবি ওই যুবকের। বিষয়বস্তু তৈরি এবং লেখালেখির জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা আসার পর থেকে, কার্যত প্রত্যেকেই এর উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এই পোস্ট দেখে অনেকেই মন্তব্য করেছেন, ‘‘এই পদ্ধতিটি অবিশ্বাস্য ভাবে কার্যকর।’’ আবার অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত প্রয়োগ দেখে চাকরি খোয়ানোর আশঙ্কাও করেছেন। তাঁরা লিখেছেন, এআইয়ের প্রয়োগ খুব বেশি হলে তা কাজের পরিবেশে প্রভাব ফেলবে।