২০২৩-২৪ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক পর্যন্ত স্কুলছুট শূন্য। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে গত এক বছরে স্কুলছুট হয়নি কোনও পড়ুয়া। এমনটাই দাবি করা হল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে। অর্থাৎ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়া মাঝপথে স্কুল ছাড়েনি। ফলে কেন্দ্রের রিপোর্টে এ রাজ্যে স্কুলছুটের হার শূন্য। পশ্চিমবঙ্গ ছাড়াও এই পরিসংখ্যান প্রাথমিকের ক্ষেত্রে রয়েছে হিমাচল প্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, ওড়িশা, তেলঙ্গানা, মহারাষ্ট্র, কেরল এবং তামিলনাড়ুতে। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এই শিক্ষাবর্ষে স্কুলছুটের হার শূন্য শুধু তেলঙ্গানা, তামিলনাড়ু, কেরলে।
কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা সবচেয়ে বেশি বিহারে (৮.৯ শতাংশ)। এ ছাড়াও, রাজস্থান (৭.৬ শতাংশ), মেঘালয় (৭.৫ শতাংশ), অসম (৬.২ শতাংশ), অরুণাচল প্রদেশে (৫.৪) স্কুলছুটের হার বেশি।
উচ্চ প্রাথমিক স্তরেও স্কুলছুটের হার সবচেয়ে বেশি বিহারে, প্রায় ২৫.৯ শতাংশ। এই রাজ্যকে লাল তালিকাভুক্ত করেছে কেন্দ্র। এ ছাড়া, মেঘালয়েও পঞ্চম থেকে অষ্টম শ্রেণির মধ্যে গত শিক্ষাবর্ষে ১২.৪ শতাংশ পড়ুয়া স্কুলছুট হয়েছে। মধ্যপ্রদেশ (৬.৭ শতাংশ), রাজস্থান (৬.৮ শতাংশ), ঝাড়খণ্ড (৯ শতাংশ), অসম (৮.২ শতাংশ), অরুণাচল প্রদেশ (৬.৮ শতাংশ), নাগাল্যান্ড (৫.৮ শতাংশ) এবং মিজ়োরামে (৫.৯ শতাংশ) স্কুলছুটের সংখ্যা বেশি।
বাংলায় স্কুলছুটের হার শূন্য হওয়ার পরিসংখ্যানে খুশি শিক্ষাবিদেরা। তবে এই পরিসংখ্যান বজায় রাখতে হবে বলে মনে করছেন তাঁরা। ‘কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস’-এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, ‘‘প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক পর্যন্ত স্কুলছুটের হার শূন্য। এটা খুব ভাল খবর, এটা ধরে রাখা জরুরি।’’ বাঙ্গুর স্কুলের প্রধানশিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, ‘‘অত্যন্ত ভাল খবর। সরকারি উন্নয়নমূলক প্রকল্পের ফল এটা। স্কুলে স্কুলে মিড ডে মিল সাড়া ফেলেছে, তা এই রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে। তবে এটাকে আমাদের গুরুত্ব দিয়ে ধরে রাখতে হবে।’’
পশ্চিমবঙ্গেও স্কুলছুট রয়েছে, তবে তা মাধ্যমিক স্তরে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নবম-দশম শ্রেণির স্কুলছুটের সংখ্যা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। এই স্তরে গত বছরে ১৭.৮৫ শতাংশ পড়ুয়া স্কুলছুট হয়েছে।
মাধ্যমিক স্তরে স্কুলছুটের সংখ্যা সবচেয়ে বেশি বিহারে (২৫.৬৩)। এর পরেই আছে যথাক্রমে অসম (২৫.০৭), কর্নাটক (২২.০৯), মেঘালয় (২২), গুজরাত (২১.০২), লাদাখ (১৯.৮৪), অরুণাচল প্রদেশ (১৯.২৯), সিকিম (১৯.০৫), মধ্যপ্রদেশ (১৭.৬৯), ছত্তীসগঢ় (১৬.২৯), মণিপুর (১৫.৩০) এবং ঝাড়খণ্ড (১৫.১৬)।