অটোচালক ভজনের সঙ্গে সইফের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত।
শিরদাঁড়ায় বিঁধে ভাঙা ছুরির আড়াই ইঞ্চির ফলা। সাদা কুর্তা রক্তে ভেজা। আহত সইফ আলি খানকে নিজের অটোয় বসিয়ে মাত্র দু’মিনিটে হাসপাতালে পৌঁছে দেন চালক ভজন সিংহ রানা। ইতিমধ্যেই তাঁর এই উপকারের জন্য পুরস্কার পেয়েছেন এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে। এ বার ভজন সিংহের সঙ্গে দেখা করলেন অভিনেতা। কাঁধে হাত রেখে তুললেন ছবি। কী কথা হল সইফের সঙ্গে জানালেন অটোচালক ভজন।
জানা গিয়েছে, তাঁদের সাক্ষাৎ হয়েছে মঙ্গলবারই। সইফের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন ভজন। ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় বসে আছেন সইফ, বাড়ি ফেরার জন্য প্রস্তুত। নির্ধারিত সময়ের মিনিট পাঁচেক দেরিতেই ঢোকেন ভজন। হাসপাতালে ঢোকা মাত্রই সোজা তাঁকে নিয়ে যাওয়া হয় সইফের কক্ষে। দরজা খুলে দেখেন বিছানায় বসে সইফ। ভজনের কথায়, “যখন ওঁর ঘরে ঢুকলাম দেখলাম, ওঁর মা-সহ গোটা পরিবার সেখানে উপস্থিত। সকলের চোখে মুখেই চিন্তার ছাপ। কিন্তু আমাকে ভীষণ সম্মান দিয়েছেন তাঁরা সকলে। আমাকে ডেকেছেন, ভাল লেগেছে। তেমন কিছু না একেবারেই সাধারণ সাক্ষাৎ। আমি ওঁর জন্য আগেও প্রার্থনা করেছি এখনও তাই করব।’’