Saif Ali Khan Attack Case

বিরক্তি প্রকাশ করিনার, সইফ বাড়ি ফিরতেই ভগ্নিপতির জন্য কী লিখলেন করিশ্মা?

সইফের এত বড় বিপদ তবে হাসপাতাল চত্বরে দেখা যায়নি শ্যালিকা করিশ্মা কপূরকে। ভগ্নিপতি বাড়ি ফিরতেই বুলি ফুটল তাঁর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৩:৪০
সইফ বাড়ি ফিরতেই কী লিখলেন করিশ্মা?

সইফ বাড়ি ফিরতেই কী লিখলেন করিশ্মা? ছবি: সংগৃহীত।

মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলি খান। একেবারে গটগট করে হেঁটে বাড়ি ঢুকলেন। যদিও অভিনেতা কব্জি ও কাঁধের কাছে ব্যান্ডেজ দেখা গিয়েছে। গত পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। সেই সময় সইফের উপর কী ভাবে হল এই হামলা ও তার পরবর্তী সময়ে কে বা কারা তাঁকে নিয়ে গিয়েছিল হাসপাতালে সেই নিয়ে নানা জলঘোলা হয়েছে। বাড়ির সামনে থিক থিক করছে সংবাদমাধ্যম। সইফ বাড়ি ফেরার আগের দিন করিনার চোখে মুখে ছিল বিরক্তি। বাড়ি ঢুকেই ইনস্টাগ্রামে লেখেন, ‘‘আপনাদের মন বলে কিছু নেই। দয়া করে একলা ছেড়ে দিন।’’

Advertisement

সইফের এত বড় বিপদ তবে হাসপাতাল চত্বরে দেখা যায়নি শ্যালিকা করিশ্মা কপূরকে। ভগ্নিপতি বাড়ি ফিরতেই বুলি ফুটল তাঁর। বোন ও ভগ্নিপতির কঠিন সময়ে পাশে ছিলেন করিশ্মা। ঘটনার দিনই করিনার দুই ছেলেকে নিজের বাড়ি নিয়ে চলে যান করিশ্মা। এমনকি করিনাও ছিলেন দিদির বাড়িতে। যদিও সইফ বাড়ির ফেরার পর জলঘোলা থামেনি। কানাঘুষো শুরু হয়েছে যাঁর শিরদাঁড়ার অমন অস্ত্রোপচার হয়েছে তিনি সোজা হেঁটে ঢুকলেন কী ভাবে, চোখে মুখে তেমন ক্লান্তির ছাপ নেই। নেটমহলে এখনও রীতিমতো চর্চার কেন্দ্রে সইফ। তবে গুঞ্জনে যে কান দিতে নারাজ কপূর পরিবার সে কথাই স্পষ্ট করলেন করিশ্মা।

কোনও রকম নেতিবাচক কিছুতে কান দিতেই চান না করিশ্মা। অভিনেত্রী বলেন, ‘‘আমরা ইতিবাচক ও ভাল পরিবেশে আছি।’’ অভিনেতা বাড়ি ফেরার পর তাঁদের বান্দ্রার আবাসনে দশম, একাদশ ও দ্বাদশ তল আলোয় সেজে ওঠে মঙ্গলবার রাতে।

Advertisement
আরও পড়ুন