Richa Chadha

Richa-Ali: দু’বছরের অপেক্ষা শেষ, অবশেষে বিয়ের পিঁড়িতে রিচা চড্ডা-আলি ফজল

করোনা পরিস্থিতির জন্য আটকে ছিল সবকিছু। অবশেষে বিয়ে করতে চলেছেন আলি,রিচা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ২১:০৭
বিয়ে করছেন রিচা-আলি

বিয়ে করছেন রিচা-আলি

বিয়ে করছেন আলি ফজল এবং রিচা চড্ডা। সেপ্টেম্বরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আলি, রিচা। মুম্বইয়ের সংবাদ সংস্থা সূত্রে খবর এমনটাই।

বলিউডে নায়ক-নায়িকার প্রেম এই নতুন নয়। সেই দিলীপ কুমার-শায়রা বানুর আমল থেকেই তা দেখে অভ্যস্ত সবাই। এ বার সেই তালিকায় নাম লেখালেন আলি ফজল এবং রিচা চড্ডা।

Advertisement

২০১২-তে ‘ফুকরে’-এর সেটে প্রথম দেখা। আর প্রথম দেখাতেই প্রেম। প্রায় সাত বছর প্রেমপর্ব চালিয়ে ২০১৯-এ রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলি। ২০২০-তেই বিয়ের কথা ছিল। কিন্তু দুর্ভাগ্য। করোনা পরিস্থিতির জন্য সব কিছুই স্থগিত হয়ে যায়।

প্রায় দু’বছর পর আবারও ছন্দে ফিরছে জীবন। তাই আর দেরি নয়। বলিসূত্রে খবর। একমাস বাদেই চার হাত এক হবে। শোনা যাচ্ছে, দু’ভাগে হবে অনুষ্ঠান। একটি অনুষ্ঠান হবে অবশ্যই মুম্বইয়ে। তবে এখনও পর্যন্ত তাঁদের কারও তরফেই কোনও কিছু শোনা যায়নি।

Advertisement
আরও পড়ুন