Priyanka Chopra

Ad Controversy: ‘ধর্ষণ কি আপনাদের কাছে মজা?’ প্রসাধনী সংস্থাকে তোপ প্রিয়াঙ্কা, রিচার

নেটমাধ্যমে সরব প্রিয়াঙ্কা চোপড়া, রিচা চাড্ডা। অভিনেত্রীদের রোষের মুখে সুগন্ধি প্রস্তুতকারক সংস্থা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ২০:১১
প্রসাধনী সংস্থার বিজ্ঞাপণ নিয়ে সরব প্রিয়াঙ্কা, রিচা

প্রসাধনী সংস্থার বিজ্ঞাপণ নিয়ে সরব প্রিয়াঙ্কা, রিচা

‘লজ্জাজনক, ঘৃণ্য, ভয়ঙ্কর।’ টুইট করে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আগেই মুখ খুলেছিলেন রিচা চড্ডাও। সুগন্ধীর বিজ্ঞাপন দেখে বেজায় চটেছেন দু’জনেই। নেটমাধ্যমে এখন একাধিক তারকার তোপের মুখে প্রসাধনী প্রস্তুতকারক ওই সংস্থা।

দিন কয়েক ধরেই বেশ শোরগোল ফেলেছে সুগন্ধীর ওই বিজ্ঞাপন। যেখানে দেখানো হয়েছে, শপিংমলে একাকী এক মেয়ের উদ্দেশ্যে কদর্য ইঙ্গিত করছে চার যুবক। ভয় পেয়ে মেয়েটি ঘুরে তাকাচ্ছে তাদের দিকে। এমন বিজ্ঞাপন দেখেই চটে লাল প্রিয়াঙ্কা থেকে রিচা। সদ্য এই একই বিজ্ঞাপনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ফারহান আখতারও। সংস্থাটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি তুলেছিলেন তারকারা। দাবি মেনে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে সরকারও।

Advertisement

টুইটে রিচা লেখেন, ‘এই বিজ্ঞাপনটি কখনও আকস্মিক হতে পারে না। বিজ্ঞাপন তৈরি করতে গেলে বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। তার ক্রিয়েটিভ, স্ক্রিপ্ট, এজেন্সি, ক্লায়েন্ট, আরও কত কী… আপনাদের মনে হয় ধর্ষণ মজার জিনিস? যত তাড়াতাড়ি সম্ভব এই সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত।’

প্রিয়াঙ্কার টুইটেও সেই একই রোষ। অভিনেত্রী লেখেন, ‘জঘন্য, লজ্জাজনক। এই বিজ্ঞাপন কী করে সবুজ সঙ্কেত পেল? কারা এই বিজ্ঞাপনটিকে সঠিক হিসেবে মেনে নিল? সরকার সংস্থাটিকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়ায় আমি খুশি।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন