Rani Mukherji

Rani Mukherji: এসেছিলেন ছবির প্রচারে, কপিল শর্মার অনুষ্ঠানে ‘কেঁদে’ই ফেললেন রানি! 

অমিতাভের মতো করে সেজে এসেছিলেন ক্রুষ্ণা। এর পরেই কর্ণ জোহরের ‘কভি খুশি কভি গম’-এর ‘শাওয়া শাওয়া’ গানে নাচতে শুরু করেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ২০:৫২
হাসতে হাসতেই কেঁদে ফেললেন রানি।

হাসতে হাসতেই কেঁদে ফেললেন রানি।

নতুন ছবির প্রচারে নানা জায়গায় ঘুরছেন রানি মুখোপাধ্যায়। গিয়েছিলেন ‘দ্য কপিল শর্মাশো’-তেও। কিন্তু অনুষ্ঠানের মাঝেই হঠাৎ কেঁদে ফেললেন আদিত্য-পত্নী। হাসতে হাসতেই চোখফেটে জল এল তাঁর।

এ সবের পিছনেই রয়েছেন ক্রুষ্ণা অভিষেক। তাঁর ‘অ্যাক্ট’ দেখে হেসে গড়াগড়ি বঙ্গতনয়া।সেই অনুষ্ঠানে অমিতাভের মতো করে সেজে এসেছিলেন ক্রুষ্ণা। এর পরেই কর্ণ জোহরের ‘কভিখুশি কভি গম’-এর ‘শাওয়া শাওয়া’ গানে নাচতে শুরু করেন। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতেঅমিতাভের সঙ্গে দেখা গিয়েছিল রানিকে। ‘বিগ বি’-র সঙ্গে খানিক নাচও করেছিলেন রানি। ক্রুষ্ণাকেসেই রূপে দেখে আর মজার মজার কথা বলতে শুনে যেন হাসি থামাতেই পারলেন না তিনি। হাসতেহাসতে যখন এক প্রকার কেঁদেই ফেললেন, তখন ক্রুষ্ণাকে থেমে যেতে বললেন রানি।

Advertisement

ক্রুষ্ণার কাণ্ড-কারখানা দেখে হাসি থামাতে পারেননি বাকিরাও। কিন্তু এই প্রথম নয়, আগেওবেশ কয়েকবার ‘বিগ বি’ হয়ে তারকাদের গড়াগড়ি খাইয়েছেন ক্রুষ্ণা।

Advertisement
আরও পড়ুন