রাজস্থানের বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক ভবানী রাজাওয়াতের তিন বছরের কারাদণ্ড। —ফাইল চিত্র।
বন দফতরের এক উচ্চপদস্থ কর্তাকে সপাটে থাপ্পড় মারার অভিযোগে রাজস্থানের এক বিজেপি নেতাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সঙ্গে তাঁর এক ঘনিষ্ঠকেও একই সাজা শোনানো হয়েছে। ২০২২ সালের ওই ঘটনায় দু’জনকেই ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
রাজস্থানের বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক ভবানী সিংহ রাজাওয়াতের বিরুদ্ধে ২০২২ সালে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বন দফতরের কর্তা রবিকুমার মীনা। রাজস্থানের বন দফতরের ডেপুটি কনজ়ারভেটর ছিলেন তিনি। অভিযোগ করেছিলেন, তাঁর দফতরে আচমকা দলবল নিয়ে ঢোকেন রাজাওয়াত। তার পর তাঁকে সপাটে থাপ্পড় মারেন। মন্দিরের কাছে একটি রাস্তার সংস্কারের কাজ আটকে রাখার অভিযোগে তাঁকে থাপ্পড় মারা হয় বলে পুলিশকে জানিয়েছিলেন ওই বনকর্তা। ওই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। (তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
তাঁর অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের এপ্রিল মাসে রাজাওয়াত এবং তাঁর সঙ্গী মহাবীর সুমনকে গ্রেফতার করেছিল পুলিশ। ১০ দিন পর তাঁরা জামিন পেয়ে গিয়েছিলেন।
দু’বছর ধরে রাজস্থানের কোটার বিশেষ আদালতে এই মামলার শুনানি চলেছে। বৃহস্পতিবার শুনানি শেষে রায় ঘোষণা করেছে আদালত। এই ঘটনায় বিজেপি নেতা এবং তাঁর সঙ্গীকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক। সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাঁদের।
রাজাওয়াত থাপ্পড় মারার অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন। আদালতের নির্দেশ শোনার পর তিনি জানান, বনকর্তাকে তিনি থাপ্পড় মারেননি। কেবল তাঁর কাঁধে হাত রেখেছিলেন। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি হাই কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।