জামিন পেলেন অল্লু অর্জুন। ছবি: সংগৃহীত।
হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহের ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন অল্লু অর্জুন। এমনকি গ্রেফতার পর্যন্ত হয়েছিলেন দক্ষিণী অভিনেতা। এক রাত সংশোধনাগারে থাকতে হয়েছিল তাঁকে। তবে সেই দিনই তেলঙ্গানা হাইকোর্ট অন্তবর্তী জামিন দিয়েছিল অল্লুকে। অবশেষে সেই বিতর্কের বোঝা নামল অভিনেতার কাঁধ থেকে। শুক্রবার বিকেলে জামিন পেলেন অল্লু।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর বিশেষ প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছিল। তাঁর পুত্র এখনও হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের হয়েছিল অল্লুর বিরুদ্ধে। তার পরেই গত ১৩ ডিসেম্বর অল্লুকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অল্লু-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। সেই দিনই অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন সন্ধ্যা থিয়েটারের মালিকও।
গ্রেফতারের পরে অল্লুকে নিম্ন আদালতে পেশ করে পুলিশ। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তাঁর আবেদন মঞ্জুর করেছিল তেলঙ্গানা হাইকোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছিল।
তবে এক রাত সংশোধনাগারে থাকতে হয়েছিল অল্লুকে। পরের দিন সকালে বাড়ি ফিরেছিলেন দক্ষিণী তারকা। জামিন পেয়ে বেরিয়ে এসে তিনি বলেছিলেন, “আমি ভাল আছি। চিন্তার কোনও কারণ নেই। সকলকে অনেক ধন্যবাদ। আমি একজন নাগরিক, আইন মেনে চলি। আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব। তার জন্য যা করতে হবে, করব।’’