TRP Ratings

বছর শুরুতেই ধারাবাহিকের টিআরপি-তে চমক! শীর্ষে ‘গীতা এলএলবি’, ‘কথা’ কোথায়?

গত কয়েক সপ্তাহ ধরে শীর্ষে জায়গা করে নিচ্ছিল ‘ফুলকি’ অথবা ‘কথা’। কিন্তু বছরের শেষ সপ্তাহে মোড় ঘোরাল ‘গীতা এলএলবি’।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৬:১০
Geeta LLB becomes the best serial in the TRP list from 26th Dec to 2nd Jan

টিআরপি তালিকার শীর্ষে ‘গীতা এলএলবি’। ছবি: সংগৃহীত।

বছরশেষে ধারাবাহিকের টিআরপি তালিকায় বড় চমক। গত কয়েক সপ্তাহ ধরে শীর্ষে জায়গা করে নিচ্ছিল ‘ফুলকি’ অথবা ‘কথা’। কিন্তু বছরের শেষ সপ্তাহে মোড় ঘোরাল ‘গীতা এলএলবি’। বড়দিনের সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল এই ধারাবাহিক। আর ২০২৫-এ প্রকাশিত প্রথম টিআরপি তালিকায় প্রথম স্টার জলসার ‘গীতা এলএলবি’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.২।

Advertisement

দ্বিতীয় স্থানে রয়েছে জ়ি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’। প্রাপ্ত নম্বর ৮.১। গত সপ্তাহে এক নম্বরে ছিল এই ধারাবাহিক। ‘কথা’ ধারাবাহিকে এভি ও কথার রসায়নে মুগ্ধ দর্শক। তাই মুক্তির পর থেকে প্রথম পাঁচে বার বার জায়গা করে নিয়েছে ‘কথা’। এই সপ্তাহে ৭.৮ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘কথা’। চতুর্থ নম্বরে জায়গা করে নিয়েছে ‘পরিণীতা’। এই সপ্তাহে তার প্রাপ্ত নম্বর ৭.৮। একই নম্বর পেয়ে চতুর্থ নম্বরে রয়েছে ‘জগদ্ধাত্রী’।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ‘উড়ান’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। গত সপ্তাহে প্রথম পাঁচের মধ্যে ছিল ‘রাঙামতি তীরন্দাজ’। এই সপ্তাহে পিছিয়ে গিয়ে ষষ্ঠ স্থানে এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৬.৯। সপ্তম স্থানে রয়েছে নতুন ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’। বিদেশের প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। ৬.৮ নম্বর নিয়ে এই ধারাবাহিক রয়েছে অষ্টম নম্বরে। নবম স্থানে রয়েছে ‘তেঁতুলপাতা’, যার প্রাপ্ত নম্বর ৬.২।

Advertisement
আরও পড়ুন