poonam pandey

শার্ট খুলে পড়ছে, হাত দিয়ে কোনও মতে আড়াল করা যৌবন, জানলা ধরে কার প্রতীক্ষায় পুনম?

পুনমকে দেখে আঁচ বাড়ল ফের। আলুথালু বেশে কার প্রতীক্ষায় এমন ছবি তুললেন নায়িকা? সাদাকালো ছবিতেই তিনি অগ্নিশিখা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২০:২৫
সাদাকালো ছবিতে পারদ চড়ালেন পুনম।

সাদাকালো ছবিতে পারদ চড়ালেন পুনম। ফাইল চিত্র।

বলিউডের গোপন উন্মাদনা পুনম পাণ্ডে। তাঁকে একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। পর্দায় হোক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে— উষ্ণ আবেদন রেখেই চলেন ৩১ বছরের তারকা। এ বার পারদ চড়ালেন এক সাদাকালো ছবিতে।

সে ছবিতে কাচের জানলার সামনে দাঁড়িয়ে উদাস হয়ে বাইরে তাকিয়ে পুনম। পিঠের উপর ফেলা সাদা শার্ট, বোতাম খোলা। সামনে আবরণ বলতে কিছুই নেই। হাত দিয়েই আড়াল করে আছেন উচ্ছল যৌবন। ছবিটির উপরে লেখা, ‘ইন্তেজার মেঁ…’। কার প্রতীক্ষায় নায়িকা? সেই আভাস অবশ্য নেই। তবে পুনমের ছবি নিমেষে ভাইরাল।

Advertisement

বছরের বিশেষ বিশেষ মরসুমে ভিডিয়ো তো দেনই। সম্প্রতি একগুচ্ছ ফোটোশুটে নেটদুনিয়ায় আগুন দিয়েছিলেন পুনম। তাঁর মসৃণ ছাঁচে ফেলা শরীরের বিভঙ্গে অনুরাগীদের মূর্ছা যাওয়ার জোগাড়। এ ভাবেই দিনের পর দিন মন চুরি করে নেন ‘নাশা’র পুনম।

Advertisement
আরও পড়ুন