A R Rahman-Saira Banu

বিপুল সম্পত্তি রহমানের, বিচ্ছেদের পর অর্ধেক পাবেন সায়রা বানু? পরিষ্কার করলেন আইনজীবী

বিচ্ছেদের পর খোরপোশ হিসেবে স্বামীর সম্পত্তির ৫০ শতাংশ সম্পত্তি পাবেন তাঁর স্ত্রী। এমনই ধারণা সকলের। আইন কি তেমনই বলছে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১২:৫৪
এ আর রহমানের সম্পত্তির দাবিবার সায়রা বানু?

এ আর রহমানের সম্পত্তির দাবিবার সায়রা বানু? ছবি: ইনস্টাগ্রাম।

এ আর রহমান-সায়রা বানু বিচ্ছেদের পথে। খবর ছড়াতেই বাক্‌রুদ্ধ অনুরাগীমহল। ২৯ বছর পরে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্তে ব্যথিত তারকা দম্পতির তিন সন্তানও। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পরেই সম্পত্তির ভাগাভাগি নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। চর্চায় এমন কথাও শোনা গিয়েছে, নিয়ম অনুযায়ী সুরকারের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ নাকি তাঁর স্ত্রী পাবেন। জানা গিয়েছে, কমবেশি ১,৭২৮ কোটি টাকার মালিক আন্তর্জাতিক স্তরের সুরকার। সম্পদের পরিমাণ ২,০০০ কোটি টাকা।

Advertisement

অর্থাৎ, রহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ খোরপোশ হিসাবে পাবেন সায়রা বানু?

এই ধরনের মন্তব্য সমাজমাধ্যমে ঘুরতেই বিষয়টি পরিষ্কার করেছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, “ভারতীয়দের ধারণা, বিচ্ছেদের পর ভরপোষণের জন্য স্বামীর মোট সম্পত্তির অর্ধেক অংশ বিচ্ছিন্ন স্ত্রী পাবেন। এই ধরনের কোনও আইন এখনও নথিভুক্ত হয়নি। এই আইন তাই রহমান-সায়রা বানুর ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য নয়।” তিনি আরও জানিয়েছেন, আদালতে সুরকার-শিল্পী তাঁর মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। এ বার সায়রা বানু যা দাবি করবেন, সেটি পরিস্থিতি অনুযায়ী আদালত বিবেচনা করবে।

আইনজীবীর সাফ দাবি, ভরণপোষণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। উভয় পক্ষের জমা দেওয়া যাবতীয় তথ্য এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। তিনি আরও জানিয়েছেন, এআর রহমান এবং সায়রা বানু বন্ধুত্বপূর্ণ ভাবে বিচ্ছেদের পথে হাঁটছেন। তাই ভরণপোষণের প্রশ্নই ওঠে না।

Advertisement
আরও পড়ুন