Rashmika Mandanna

খোলা আকাশের নীচে প্রেমালাপ! ধাপে ধাপে প্রেমে সিলমোহর দিচ্ছেন বিজয়-রশ্মিকা?

ছবিতে দেখা যাচ্ছে, খোলা আকাশের নীচে এক রেস্তরাঁয় প্রেমালাপ করতে করতে খাওয়াদাওয়া করছেন চর্চিত তারকা জুটি। রং মিলিয়ে পোশাকও পরেছেন বিজয় ও রশ্মিকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৯:২২
Vijay Devarakonda and Rashmika Mandanna seen having lunch together at a romantic restaurant

প্রেমালাপে ব্যস্ত বিজয়-রশ্মিকা! ছবি: সংগৃহীত।

ধাপে ধাপে সম্পর্কে সিলমোহর দিচ্ছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা! বহু দিন ধরেই বিনোদন পাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা। সেই জল্পনায় পরোক্ষ ভাবে স্বীকৃতির ইঙ্গিত দিয়েছেন ঠিকই। কিন্তু সংবাদমাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটে রেখেছেন তাঁরা।

Advertisement

ছবিশিকারিদের চোখে ফাঁকি দিয়ে একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছেন তাঁরা। তবে কোনও ভাবেই নেটাগরিকের চোখকে ফাঁকি দিতে পারেননি তাঁরা। আবার কখনও নিজেই বিজয় দেবেরাকোন্ডার টিশার্ট পরে ক্যামেরার সামনে এসে মুচকি হেসেছেন রশ্মিকা। কিন্তু মুখ ফুটে সম্পর্কের কথা বলেননি। এ বার দু’জনকে একান্তে মধ্যাহ্নভোজে দেখা গেল। আড়াল থেকেই তাঁদের ক্যামেরাবন্দি করেছেন এক অনুরাগী।

ছবিতে দেখা যাচ্ছে, খোলা আকাশের নীচে এক রেস্তরাঁয় প্রেমালাপে মগ্ন চর্চিত তারকা জুটি। চলছে খানাপিনা। রং মিলিয়ে পোশাকও পরেছেন বিজয় ও রশ্মিকা। বিজয়ের পরনে সাদা টিশার্টের উপরে নীল রঙের বোতাম খোলা শার্ট। মাথায় টুপি। অন্য দিকে রশ্মিকার পরনে নীল রঙের ক্রপ টপ ও ডেনিম প্যান্ট। অনুরাগীদের অনুমান, বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্যই রং মিলিয়ে পোশাক পরেছেন তাঁরা।

বিজয় শ্রীলঙ্কায় ছবির শুটিং করছেন। সেখানেই কোনও এক রেস্তরাঁয় সুসময় কাটাচ্ছিলেন বলে অনুমান নেটাগরিকের। কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে বিজয় বলেছেন, তাঁর বয়স এখন ৩৫। কোনও ভাবেই তিনি ‘সিঙ্গল’ নন। নেটাগরিকের আন্দাজ, খুব শীঘ্রই হয়তো সম্পর্ক নিয়ে আনু্ষ্ঠানিক ঘোষণা করবেন তাঁরা।

রশ্মিকাকে শেষ দেখা গিয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’-এ। ‘নারীবিদ্বেষী’ তকমা থাকায় এই ছবিতে অভিনয় করে সমালোচিত হন রশ্মিকা। আগামীতে তাঁকে দেখা যাবে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে। ৫ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। অন্য দিকে বিজয়কে দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। আগামীতে তাঁকে দেখা যাবে ‘ভিডি ১২’ নামে একটি ছবিতে।

Advertisement
আরও পড়ুন