Rukmini Maitra at NSD

সম্মানিত বিনোদিনী, এনএসডিতে নটীকে নিয়ে আলোচনাচক্রে আমন্ত্রিত রুক্মিণী ও রামকমল

নটী বিনোদিনীকে শ্রদ্ধা জানাতে ন্যাশনাল স্কুল অফ ড্রামার বিশেষ উদ্যোগ। উপস্থিত থাকবেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং পরিচালক রামকমল মুখোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৪৫
National School of Drama invites Bengali actress Rukmini Maitra and director Ram Kamal Mukherjee to celebrate Binodini Dasi

‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির শুটিংয়ের ফাঁকে পরিচালক রামকমল মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। ছবি: সংগৃহীত।

পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্রের মুকুটে নতুন পালক। এই মুহূর্তে অভিনেত্রী তাঁর নতুন ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির প্রচারে ব্যস্ত। তার মাঝেই দিল্লির ‘এনএসডি’র (ন্যাশনাল স্কুল অফ ড্রামা) তরফে আমন্ত্রণ পেলেন অভিনেত্রী এবং এই ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়।

Advertisement

বৃহস্পতিবার, এনএসডিতে বিনোদিনীকে নিয়ে একটি বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের তরফে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে রুক্মিণী এবং রামকমলকে। আনন্দবাজার অনলাইনকে রামকমল বললেন, ‘‘বাংলা সিনেমায় এর আগে এ রকম ঘটনা ঘটেছে কি না, আমি জানি না। এনএসডি নাটকের পীঠস্থান। সেখানে বিনোদিনীকে সম্মান জানানো হচ্ছে বলে মনে হচ্ছে, আমরা আমাদের ছবিটিকে নিয়ে ঠিক পথেই এগোচ্ছি।’’

বাংলা নাটকের ইতিহাসে বিনোদিনী দাসীর ভূমিকা অনন্য। বিনোদিনীর প্রতি এই ছবিকে ‘শ্রদ্ধার্ঘ্য’ হিসেবে উল্লেখ করেছেন রুক্মিণী এবং রামকমল। সেখানে ‘এনএসডি’র তরফে বিনোদিনীকে নিয়ে আলোচনাসভায় আমন্ত্রণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ছবির নির্মাতারা। বৃহস্পতিবার এই আলোচনাসভায় অংশ নিতে দিল্লি যাচ্ছেন রুক্মিণী এবং রামকমল। সেখানে বিনোদিনীর জীবন নিয়ে আলোচনা ছাড়াও দেখানো হবে ছবির ট্রেলার এবং গানের ঝলক।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে ‘বিনোদিনী থিয়েটার’ রাখা হয়েছে। তার পর এনএসডির মতো প্রতিষ্ঠানে বিনোদিনীকে নিয়ে আলোচনাসভার উদ্যোগে খুশি ছবির নির্মাতারা। ছবিটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা।

Advertisement
আরও পড়ুন