Bengali Television

বড় পর্দায় মিঠুন-দেব জাদু ফিরছে, ছোট পর্দাতেও কি একই ম্যাজিক দেখাবেন অভিজিৎ?

সব ঠিক থাকলে মার্চে গানের প্রতিযোগিতামূলক শো-এর চূড়ান্ত পর্ব। সেই পর্ব মিটলেই বাংলা নতুন বছরে ছোট পর্দায় ‘ডান্স বাংলা ডান্স’।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৫:৪৬
দেব-মিঠুন চক্রবর্তীকে ছোট পর্দায় আনছেন অভিজিৎ সেন?

দেব-মিঠুন চক্রবর্তীকে ছোট পর্দায় আনছেন অভিজিৎ সেন? ছবি: সংগৃহীত।

নতুন বছরে চারটি চ্যানেলে এক গুচ্ছ নতুন এবং পুরনো ধারাবাহিক। কোনওটার গল্প দর্শককে টেলিভিশন ছেড়ে উঠতে দেয় না। কোনওটায় পছন্দের অভিনেতাদের ভিড়। রিয়্যালিটি শো-এর দুনিয়ায় কোনও চমক নেই? টেলিপাড়া বলছে সে-ও আছে। জি বাংলার কথাই ধরুন। চ্যানেলে ধারাবাহিকের সঙ্গে বছরভর গান, নাচ, প্রশ্নোত্তরের রিয়্যালিটি শো-এর সমান চাহিদা। তাতে কোনও বদল আসছে কি?

Advertisement

টেলিপাড়া বলছে, সেখানেও নাকি প্রথম তিন মাসের মধ্যে বদল আসতে চলেছে। ফেব্রুয়ারি মাসে গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সারেগামাপা’-এর শুটিং শেষ হয়ে যাচ্ছে। মার্চে সমাপ্তি অনুষ্ঠান। গত বছরের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই রিয়্যালিটি শো-এর বিচারক ইমন চক্রবর্তী, মিস জোজো, রাঘব চট্টোপাধ্যায়, অন্তরা মিত্র। বিভিন্ন বছরে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন হরিপ্রসাদ চৌরাসিয়া, হরিহরণ, সোনু নিগম, শঙ্কর মহাদেবন, আশা ভোঁসলে, অরিজিৎ সিংহ, মিকা সিংহ, কুমার শানুর মতো তারকা শিল্পীরা। শেষ অনুষ্ঠানে বড় চমক কী? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল শো-এর পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে। তাঁর কথায়, “মুম্বইয়ের প্রথম সারির প্রায় সমস্ত শিল্পীই এই অনুষ্ঠানে অংশ নিয়ে ফেলেছেন। ফলে, কাকে আনা হবে তাই নিয়ে বৈঠক ডাকবেন চ্যানেল কর্তৃপক্ষ।” পাশাপাশি এ-ও জানিয়েছেন, এই মুহূর্তে শিল্পীরা মঞ্চানুষ্ঠানে ব্যস্ত। তাই এখনই কারও সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। অতিথি শিল্পী নির্বাচন সময়সাপেক্ষ।

নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শেষ হলে নাচের শো আসার কথা... কথা থামিয়ে দিয়ে পরিচালকের দাবি, “আমিও সে রকমই জানি।” সব ঠিক থাকলে নতুন বছর থেকে চ্যানেলে দেখানো হবে ‘ডান্স বাংলা ডান্স’। বিচারকের আসনে কারা? “মিঠুন চক্রবর্তী ‘মহাগুরু’র আসনে বসবেন”, বললেন অভিজিৎ। ‘খাদান’-এর সাফল্যের পর দেব বড় পর্দায় ফের জুটি বাঁধবেন মিঠুনের সঙ্গে। এই জুটি কি ‘ডান্স বাংলা ডান্স’ দিয়ে ছোট পর্দায় ফিরবেন? পরিচালকের দাবি, এ রকম কোনও কথা এখনও তাঁর জানা নেই।

Advertisement
আরও পড়ুন